পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ર দীনবন্ধু-গ্রন্থাবলী হর। বিড়ম্বনার উপর বিড়ম্বনা। আত্মীয়ের শান্তিপুরে গিয়ে ব্রহ্মচারীকে দেখিবামাত্র জানতে পাল্যেন আমার পুত্র নয়। কিন্তু পাড়ার মেয়ের কানাকানি কত্তে লাগলো, তাইতে বধুমাতা আমাকে স্বয়ং দেখতে বলেন এবং আপনিও দেখতে চান। আত্মীয়ের পুনৰ্ব্বার শাস্তিপুরে গমন করে ব্রহ্মচারীকে বাড়ীতে আনয়ন কল্যেন, বধুমাতা একবার তার দিকে চেয়ে আমার স্বামী নয় বলে মূৰ্ছিত হলেন । - পণ্ডি । আহা অবলার কি মনস্তাপ ।--আপনার লীলাবতী অতি চমৎকার অধ্যয়ন কত্তে শিখেচেন । হর । সে আপনার প্রসাদাৎ । পণ্ডি । আপনার যেমন ললিত তেমনি লীলাবতী, দুটিকে একত্রিত দেখলে মনে পবিত্র ভাবের উদয় হয়। পরস্পর প্রগাঢ় স্নেহ । ললিত পাঠ করে, লীলাবতী স্থির নেত্রে ললিতের মুখচন্দ্রম। অবলোকন করেন । আমার বিবেচনায় লীলবতী ললিতে দম্পতী হলে যত আনন্দের কারণ হয়, ললিত আপনার পুত্র হলে তত হয় না । যদি অন্য কোন প্রতিবন্ধকতা না থাকে, ললিতে লীলাবতী দান করে অপর কোন বালককে দত্তক পুত্র করুন । হর । সেটি হওয়া অসম্ভব । ললিত শ্রেষ্ঠ কুলীনের ছেলে 각 || পণ্ডি । সে বিবেচনা আপনার কাছে । তবে অামার বক্তব্য এই, যেমন হরপাৰ্ব্বতী, তেমনি ললিত-লীলাবতী । [ পণ্ডিতের প্রস্থান । হর । ক্ষুদ্রবুদ্ধি পণ্ডিত ললিত লীলাবতীকে এতই ভালবাসে, ললিত অকুলীন সত্ত্বেও ললিতে লীলাবতী সম্প্রদান অসম্মান বিবেচনা করে না । [ প্রস্থান ।