পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や2 দীনবন্ধু-গ্রন্থাবলী মাতাহীন৷ দীনা আমি এই অপরাধী, ৰিবাছে বৈধব্য তাই বাসরে সমাধি। শার। সই সত্যি সত্যি র্কাদলে ভাই—কেঁদ না, কেঁদ না, তোমার কান্না দেখে আমার প্রাণ ফেটে যায় । ( চক্ষের হস্ত খুলিয়া অঞ্চল দিয়া মুখ মুছান ) মামা বলেচেন, এ বিয়ে হতে দেবেন না । লীলা । বাবার রাগ দেখে মাম। আপনিই কেঁদেচেন, তা আর আমার কান্না নিবারণ করবেন কেমন করে ? শার। সাত জন্ম আইবুড়ে থাকি সেও ভাল তবু যেন স্ত্রীরামপুরে বিয়ে না হয় । লীলা । তোমার কপালে মন্দ পতি হয়েচে বলে কি শ্রীরামপুর শুদ্ধ মন্দ হলো—সোনার স্বামী যে সোনার চাদ, তার বাড়ী তে স্ত্রীরামপুরে । শার । ও সই আমি সোনা ফোন জানি নে, আমি আপন জ্বালায় বলি, আর তোমার ভাবনায় বলি—তুই কেমন করে সে বাড়ীর বউ হবি—পরমেশ্বর করুন তোর যেন শ্রীরামপুরে না যেতে হয় । লীলা । যদি যেতে হয়, তবে যাতে শ্রীরামপুরে যেতে হয় তাই করে যাব । শার । কি করে যাবে ভাই ? লীলা । আপনার প্রাণহত্যা করে, ফঁাসির ভয়ে চৌধুরী বাড়ীর বউ হয়ে লুক্য়ে থাকবে। শার । তুমি যে অভিমানী তুমি তা পারে—সই অমন কথা বলিস নে, এমন সোনার প্রতিমে অকালে বিসর্জন দিস নে—সই আমার প্রাণ বড় ব্যাকুল হলো, তোমার বাবার কাছে এ কথা না বলে থাকৃতে পারি নে । লীলা । সই তুই অকালে কাতর হস্ কেন, আমি যা কিছু করি তোকে ত বলে করি । তোমার কাছে সই আমার