পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$२ नौमदछू-अश्रावलौ শ্রীন । আমি ললিতের সন্ধানে যেতে ইচ্ছা করি । পণ্ডি । তার প্রয়োজন কি ? সিদ্ধেশ্বর বাবু যখন গিয়েছেন ললিতকে লয়ে আসবেন । গ্রন । লীলার শরীর অসুস্থ দেখেই বা কেমন করে যাই । পুষ্যিপুত্র লওয়া উপলক্ষে বাড়ী শ্মশানের ন্যায় হয়েচে । বধুমাত মৃত্যুশয্যায় শয়ন করে দিবানিশি রোদন কচ্চেন ; লীলা পীড়িত ; ললিত পলাতক—এ কালে এমন বোকা মানুষ আছে তা আমি জানতেম ন!—আজ ব্যায়জে কাল যে বেড়ি খাটুবে তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়—মেয়ের ছেলেতে ওঁর শ্রাদ্ধ হবে না, উনি পুষি এড়ে নিয়ে বংশের নাম রাখবেন পুস্তি এড়ে যদি গো-ভাগাড়ে যায়, তখন বংশের নাম রাখবে কে ? বংশের নাম থাকুবের হত অরবিন্দ বাড়ী আসতো । পণ্ডি । শ্রীনাথ বাবু আপনি তার সঙ্গে রাগারগি করবেন না ; মোকদ্দমার কথা শুনে নদেরচাদের প্রতি হতাদর হয়েছে কিন্তু পোষ্যপুত্র লওয়া নিবারণ হবে না, তা ললিতই হউক আর অপর কোন বালকই হউক । শ্ৰীন। ললিত ওঁর বাড়ীতে আর প্রাণ থাকতে আসবে না । পণ্ডি । লীলা নিদ্রিতা হয়েছেন, এখানে গোল করা শ্রেয় নয় । [ শ্ৰীনাথ এবং পণ্ডিত এবং দাসীর প্রস্থাল । লীলা । ( দীর্ঘ নিশ্বাস ) ম৷ গো—( নিদ্র। ) হরবিলাসের প্রবেশ । হর । " (স্বগত) আহা ! জননী আমার এত মলিন তবু বিছান। আলো করে রয়েছেন—আমি অতি নিষ্ঠুর নচেৎ এমন স্বর্ণলতা সেই স্যাওড়া গাছে তুলে দিতে চাই—ললিত যা বলে