পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৪ দীনবন্ধু-গ্ৰস্থাবলী দাসী । আহা ! বুড়ো মিনষে অরবিন্দের গল। ধরে ভেউ ভেউ করে র্কাদচে—বলচেন “বাবা তুমি কেমন করে আমায় ভুলে ছিলে”—আমি এক বার বাবাকে প্রাণ ভরে দেখে আসি । [ দণসীর প্রস্থান । ক্ষীরো । শারদ। অামার ভয় হচ্চে পাছে স্বপ্ন ভেঙ্গে যায় । শার । না বউ কিছু ভয় নাই—সেই ছোট ব্রহ্মচারী, র্যাকে অনাথবন্ধুর মন্দিরে দেখেছিলেম, তিনিই তোমার স্বামী—র্তার সে পাকা দাড়ি মিছে । ক্ষীরে। আমি ত তখনি বলেছিলেম ; উনিই আমার প্রাণকান্ত—পাকা দাড়ি না থাকলে আমি তখনি তার হাত ধত্তেম | শ্ৰীনাথের প্রবেশ । শ্রীন । বউমাকে বলে। উনি এমন কোন গোপন কথা অরবিন্দকে জিজ্ঞাসা করুন যা উনি আর তিনি জানেন, আর কেউ জানে না, আর সে কথার যে উত্তর তাহাও লিখে দেন । ক্ষীরে । লীলা বল, যখন সেই ব্রহ্মচারীর পাকা দাড়ি মিছে আর তিনিই অামার স্বামী হয়ে এসেচেন, তখন কোন পরীক্ষায় প্রয়োজন নাই । শ্রীন । অপর অপর লোকের প্রত্যয় জন্য এই পরীক্ষার অবশ্যক—বাইরে লোকারণ্য হয়েছে অরবিন্দ সকলকে নাম ধরে ধরে ডেকে আলাপ কচ্চে । ক্ষীরো। আচ্ছ। উনি যান আমি প্রশ্ন, উত্তর, লিখে দিচ্চি । [ ঐনাথের প্রস্থান । লীলা । কি প্রশ্ন করবে ?