বিষয়বস্তুতে চলুন

পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অঙ্গুরীয়-প্রদর্শন እboፃ রাজপুত্র প্রথমে তিলোত্তমাকে চিনিতে পারিলেন না ; স্ত্রীলোক দেখিয়া বিস্মিত হইলেন। রমণী প্রাচীর ধরিয়৷ অধোমুখে দাড়াইল, নিকটে আইসে না, দেখিয়া আরও বিস্ময়াপন্ন হইলেন । শস্য হইতে গাত্রোথান করিয়৷ দ্বারের নিকটে আসিলেন, নিরীক্ষণ করিয়া দেখিলেন, চিনিতে পারিলেন। তিলাদ্ধ জন্ত নয়নে নয়নে মিলিত হইল ; তৎক্ষণাৎ তিলোত্তমার চক্ষু অমনি পুথিবীপানে নামিল ; কিন্তু শরীর ঈধং সম্মুগে ঠেলিল, লেন --রাজপুত্রের চরণতলে পতিত হইবেন । - 囑 রাজপুত্র কিঞ্চিৎ পশ্চাৎ সরিস। দাড়াঙ্গলেন, অমনি তিলোত্তমার দেহ মন্ত্ৰমুগ্ধবৎ স্তম্ভিত হইয় স্তির রঙ্গিল । ক্ষণপ্রস্ফুটিত হৃৎপদ্ম সঙ্গে সঙ্গে শুকাইয়া উঠিল । রাজপুত্র কপী কছিলেন, “বীরেন্দ্ৰসিংহের কন্যা ?” তিলোত্তমার হৃদয়ে শেল বিন্ধিল । “বীরেন্দ্রসিংহের কন্যা ?” এপনকার কি এই সম্বোধন ? জগংসিংছ কি তিলোত্তমার নামও ভুলির। গিয়াছেন ? উভয়েই ক্ষণেক্ষ নীরব হইয়। রঙ্গিলেন । পুনৰ্ব্বার রাজপূত্র কথা কছিলেন, “এপানে কি অভিপ্রায়ে ?” “এখানে কি অভিপ্রায়ে !” কি প্রশ্ন ! তিলোত্তমার মস্তক ঘরিতে লাগিল ; চারিদিকে কক্ষ, শর, প্রদীপ, প্রাচীর সকলই যেন ঘুরিয়৷ বেড়াইতে লাগিল ; অবলম্বনাগ প্রাচীরে মস্তক দিয়া দাড়াইলেন। রাজপুত্র অনেকক্ষণ প্রত্যুত্তর-প্রতাশাব দাড়াইয়া রহিলেন ; কে প্রত্যুত্তর দিবে ? প্রত্যুত্তরের সম্ভাবনা না দেপিয কছিলেন, “তুমি যন্ত্রণ পাইতেছ, ফিরিয়া ॥ও, পূৰ্ব্বকথা বিস্তৃত হও।” - তিলোত্তমার আর দম রহিল নী, অকস্মাৎ বৃক্ষচ্যুত বল্লীবৎ ভূতলে পতিত হক্টলেন ।