পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দশন । পঞ্চাশ জন পুরুষ একত্রে চিরকাল বন্ধুভাবে অবস্থিতি করিতে পারেন, কিন্তু হায় ! একাধিক স্ত্রীলোক একস্থানে সমবেত হইলেই, একটি ঝগড়ার স্বষ্টি হয় ! কখন কখন এই ক্ষুদ্র ঝগড়া প্রলয় কাণ্ডে পরিণত হয় ! ভ্রাতৃ-বিচ্ছেদ, জ্ঞাতিবিরোধ ও বন্ধু-দ্বেষ প্রভৃতি যাবতীয় অনর্থ রমণীগণের অসস্তাব হইতেই, অধিকাংশ স্থলে সংঘটিত হয় । আহা ! কীট-মুক্ত কুহুম দাম কেমন মনোরম ! নিৰ্ম্মল স্ত্রী-চরিত্র ততোধিক মনোরম ; মরুভূমিতে মধু-মরূদ্যানেৰ ন্যায়, যে দুই একটি দেবী-প্রতিমা স্থানে স্থানে দেখিতেছি, তাহারা কেমন শান্তিময়ী ! কেমন সুখ-দায়িক ! আহা ! তাহাদের ধৰ্ম্ম-প্রাণতাতেই, বর্তমান ভারতীয় সমাজ প্রতিষ্ঠিত ! তাহারাই এদেশের স্নেহ, দয়া-মায় ও ধৰ্ম্ম-ভয়-ভক্তি প্রভৃতি যাবতীয় সদগুণের অধিষ্ঠাত্রী ! হায় মা ভারত-ভূমি ! তোমার অধিকাংশ ললনা, এমন হয় না কেন মা ! তাহা হইলে ত, এই অভিনব দেশের অভিনব ভাব বিলুপ্ত হইত ! তোমার অশ্রু বর্ষণ, আর আমারও মৰ্ম্মাস্তিক যাতনা, বিদূরিত হইত !” মহিলাগণের আহার শেষ হইল । তাতার মুখ-প্রক্ষালন করিরী, পান চিবাইতে চিবাইতে, স্বস্ব গুহগমনোন্মুখী হইলেন । এমন সময় নারায়ণ, এক অপূর্ব বৃদ্ধ সন্ন্যাসিনীর বেশ ধারণপূর্বক, তাহদের সমক্ষে উপস্থিত হইলেন। সন্ন্যাসিনীকে দেখিবার জন্য সকলেই ব্যগ্র হইলেন । সন্ন্যাসিনী বলিতে লাগিলেন মলক্ষীগণ, আমি তোমাদের ঠাকুর মাতার মায়ের o t)