পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ওরূপ গহন। ত আমারও নেই । গেদিন খোকা দুটি পয়সা চাইল, তিনি একটি পয়সাও দিলেন না ! কেন ? এরূপ কেন ? আমার স্বামী এত টাকা রোজগার কচ্ছেন, আমার ছেলে কি এই সংসারের একটি পয়সা ও পেতে পারে না ? তার পর দেখ, ছোট বউট, ওর হাড়ে হাড়ে দুষ্টমি ! নিজের ছেলেদিগকে ভাল ভাল জিনিষ খেতে দেয়, আর কেবল “এটর্কটিা” আমাদের ছেলেদের কপালে ঘটে । আমাদের ছেলেদের দুধে, রোজ জল মিশাইয়া দেয়, এটি কেমন কথা বল দেখি ? ছেলে গুলিকে ছু চোখের কোণেও দেখতে পারে না ! এমন হ’লে কি একসঙ্গে থাক যায় ? আর আমি ত চক্ষুশূল ! আমায় দেখলেই তার মুখ ভার! সরল ভাবে একটি কথাও বলে না । আমি এরূপ ভালবাসি না ; তুমি এবার আমাকে ভিন্ন ক’রে দিয়ে যাও । শেষ কালটি একবার ভাব ।” কালীনাথ বাবু বলিলেন, সে কি কথা ? ছোট ভাই, ছোট বধূ, দোষ করলেও, ক্ষমা করতে হয়। যে ভ্রাতা, রামের ভ্রাতা লক্ষণের ন্যায়, আমার একান্ত অনুগত, তাহাকে কি ক’রে ভিন্ন ক’রে দিব ? তাহারই জন্য, আমাদের এরূপ উন্নতি । যাও, ওরূপ কথা ব’ল না । মহামায়া । আমি যেন পর এসেছি ; তোমার ভাল হবে, তাই বলছি ; বুড় হয়েছ, এক্ষণে যদি কিছু বাঁচাতে না পার, তবে কি দুদিন পরে ভিক্ষে করবে ? তোমার ভাই, বাড়ী ব'সে বসে, কাজ গুছিয়েছেন ; তিনি তোমার মত হাব নন ; >>も