পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । হায়! হায় ! কব কত, তাহাদের গুণ যত ! দেশ, মেলরে নয়ন, জাগ, সুজন-সমাজ, দেখ, চারিদিকে, গ্রাম্য দেবতার কাজ ! নারায়ণ কবিতাটি শ্রবণ করিয়া, স্তব্ধ ও হতবুদ্ধি হইলেন ; র্তাহার নয়ন-যুগল হইতে বাষ্প-বারি বিগলিত হইতে লাগিল । তিনি কিয়ৎকাল পরে উচ্ছলিত দুঃখাবেগ কথঞ্চিৎ সম্বরণ করিয়া, বলিতে লাগিলেন, “বৎস, “গ্রাম্যদেবতা” নামধারী মর্ত্যের দানবগণ, সমাজের কি কি অনিস্ট-সাধন করিতেছে, তাহ বিশদরূপে বর্ণনা কর ; ঐ সকল পাষণ্ডের কার্য্যকলাপ দর্শন করিবার জন্য, আমি ব্যাকুল হইয়াছি । গণেশ উত্তর করিলেন, “প্ৰভু, তাহ সম্যকরূপে বর্ণনা করা, আমার এই ক্ষুদ্র শক্তির অসাধ্য ; অতি সঙেক্ষপে তাহ উল্লেখ করিতেছি। অনুগ্রহ করিয়া শ্রবণ করুন ।” 8סיל