পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

アー 「丁、ごで、多な\ - ッら>うフー --டுைக డాకా 1 একদা নারায়ণ, বৈকুণ্ঠ-ধামে একাকী উপবিষ্ট আছেন। অন্তরে উল্লাস নাই, নয়নে মাধুরী নাই, মুখ-মণ্ডল কালিমাময় । এমন সময়, দেবর্ষি নারদ আসিয়া, জিজ্ঞাসা করিলেন, “ভগবন্‌ ! আপনাকে এরূপ বিমগ্ন দেখিতেছি কেন ? যিনি ভবার্ণবের কর্ণধার, বিশ্ব-ব্রহ্মাণ্ডের নিয়ন্ত, তাঁহাকে আকুল দেখিলে, আমাদের ন্যায় ক্ষুদ্র প্রাণীর স্থিরভাব কিরূপে সম্ভব হয় ? সামান্য বায়ু-ভরে তৃণরাজিই স্থান-চু্যত হয় ; ভয়ঙ্কর ঝটিকার সময়েও, আচল বিচলিত হয় না। প্রভু, আমার মনে হয়, কোনও অসামান্য কারণে, আপনার হৃদয় এরূপ ব্যথিত হইয়াছে”। নারায়ণ উত্তর করিলেন, “বৎস, তোমার অনুমান সত্য বটে ;—আমি এক মৰ্ম্মভেদি-যাতনা অনুভব করিতেছি । অদ্য, বিশ্ব-ব্রহ্মাণ্ডের বিষয় ভাবিতে ভাবিতে, আমার চিরপ্রিয় ভারত-ভূমির কথা মনে পড়িল ! হায়! কি বলিব ! দুঃখে বুক ফাটিয়া যায় ! হায়! সে দেশ আর নাই ! সে সমাজ নাই ! সে রীতি-নীতি, শিক্ষা, দান, ধ্যান, জপ,