পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ছিল ; তাহারা বিশেষ আগ্রহের সহিত বলিতে লাগিল, “আপনার কয়েকজন লোকে, অকারণে এই নিরীহ ব্রাহ্মণকে অস্থির করিয়া তুলিয়াছেন । কি আশ্চৰ্য্য ! গ্রামে থেকে থেকে কেবল দলাদলি, ঝগড়া বিবাদ ও মনোমালিন্তের স্বষ্টি ভিন্ন, আপনাদের অন্য কাজ নাই ! আমরা হরনাথ চক্ৰবৰ্ত্তী মহাশয়ের বাটতে অবশ্যই যাইব, দেখি, আপনারা কি করেন ? রায় মহাশয় ও তাহার সহচরগণ উত্তর করিলেন, “তোমরা ছেলে মানুষ, বুঝ কি ? চুপ ক'রে থাক ; তোমাদের মতামত আমরা জানিতে চাহি না ।” যোগেশ উত্তর করিল, “যখন বাবা বাটীতে নাই, তখন আমাদের মতামত জানা বিশেষ দরকার ; আপনার সমাজের কৰ্ত্ত নহেন ; পাচজন নিয়েই সমাজ ।” “ওহে, রেখে দাও তোমার পাচজন, দেখি, আমাকে ছেড়ে কে যায় ?” এই বলিয়া রায় মহাশয় লম্ফ ঝম্ম দিতে লাগিলেন । হরনাথ পুনরায় বলিল, “আমি গরীব ; চিরকালই আপনাদের আশ্রিত ; কি উপায় হবে, তাহার ব্যবস্থা করুন।” যোগেশ ও রমেশ নিরীহ ব্রাহ্মণের কাতরতা দর্শনে, নিতান্ত ব্যথিত হইয়া বলিতে লাগিল, “হরনাথ বাবু, আপনি কোনও চিন্তা করিবেন না, আমরা আপনার পক্ষে আছি ; আমরা বিশেষ রূপ জানি, রাধানাথ কখনও ব্রাহ্মের সঙ্গে আহার-বিহার করে না ; আপনার এরূপ বিনীত নিবেদন ও ক্ষমাপ্রার্থনায়ও যাহার কর্ণপাত করিতে কুষ্ঠিত, তাহারা হয় নিমন্ত্রণ গ্রহণ করুক, না হয় না করুক ; আপনি শ্রাদ্ধের আয়োজনে ব্ৰতী হউন।” সাধু-স্বভাব >8 •