পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনৰ ভারত-মার্শন। নারদ ও গণেশের গান । “আমায় এই কর হে হরি, তোমার নাম নিয়ে যাই গড়াগড়ি ! পদে রাখ কিম্বা, ঠেলে ফেল হে, চরণ, প্ৰেম-ফুলে পূজা করি। যেন বিরলে বসিয়ে, তব নাম নিয়ে, দিবা নিশি শুধু কাদি । যেন কঁাদিতে কঁাদিতে, হেরি হৃদয়েতে, . তব রূপে আঁখি মুদি । ম’রে যাই ক্ষতি নাই, যেন ভুলি না তোমায়, y হয় কৰ্ম্মফলে জন্ম যদি । ঐ নাম ফুটে বা না ফুটে রসনায়, যেন নাহি যাই পাশরি । । আমি রোগে কিম্বা শোকে, স্বর্গে কি নরকে, n যখন যে ভাবে থাকি, যেন সুধু ভক্তি ডোরে, তব পদ পরে, বাধা থাকে মন পার্থী । স্বভাবের তাড়নায়, যদি উড়ে যেতে চায়, হয় যেন টান পড়ে পাদ-পদ্ম-মুখী। পার্থী আমার আমার বলে, ছেড়ে হে, যেন বলে হরি হরি ।” >\> e