পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । স্বৰ্গধাম পৰ্য্যস্ত, এইরূপ একটি রেলপথ প্রস্তুত করিলে, ভাল হয় না কি ? নারায়ণ উত্তর করিলেন, বৎস, বহুদিন হইতেই সেই পথ প্রস্তুত আছে ; কিন্তু, সেপথে যাত্রীর নিতান্ত অভাব ; এক এক গাড়ীতে একটি আরোহীও প্রায় দৃষ্ট হয় না। দেবভোগ্য বিবিধ সামগ্রী প্রস্তুত থাকে, কিন্তু, সে সব গ্রহণ করিবার লোক নাই। ষ্টেশনমাষ্টারগণ নিতান্ত ভদ্র ; র্তাহাদের বিরুদ্ধে এপর্যন্ত একটি অভিযোগও উপস্থিত হয় নাই ; পরস্ত্রীর সঙ্গে তাহার। আপন ভগিনীর ন্যায় ব্যবহার করেন। আরোহী সকল, গমনেচ্ছু অন্য লোকদিগকে সাদরে স্থান দিয়া থাকেন, “স্থান নাই, স্থান নাই” বলিয়া, বিরুদ্ধাচরণ করেন না । সে পথের সঙ্গে এ পথের তুলনা হয় না। গণেশ ও নারদ উভয়েই বলিলেন, প্রভু, দয়া করিয়া আমাদিগকে সেই পথ দেখাইবেন কি ?” নারায়ণ বলিলেন—“তাহ অবশুই দেখাইব ।” ミ● >