পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । গ্যাসালোক-শিখ দীপ্ত এ নগরীঅম-অহঙ্কার, বিচুর্ণ হেথায়, নৈশ শোভা, আহা ! কিবা মুগ্ধকরী, জ্বলে কোটা মণি, যামিনীর গায় ! রমণীয় বত্ম অতি পরিসর, গরু গাড়ী ঘোড়া, প্রয়াণের তরে, দুই ফুটপথ, দুধারে সুন্দর, নিরাপদে সুখে, পথিক বিচরে । এমন সুধাম, শোভা-অভিরাম, দেখে না থাকিলে, দেখ এসে তবে, কমলার লীলা, যথা অবিরাম, বাণীর গৌরবে, বিমোহিত সবে ! কত সহিষ্ণুতা, উদ্যমশীলতা, কত পরিশ্রম, কত বুদ্ধি বল, প্রকাশিত হেথা, কত নিপুণতা, কত বা সাহস, অদ্ভুত কৌশল ! এমন নগরী, বঙ্গ-রাজধানী, মর্ত্যলোকে যেন সুর নিকেতন, বীরের অগ্রণী, ধন্ত মহামানী, ইংরাজের গুণ, করিছে কীৰ্ত্তন ! ఫి ఇతి