পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । দিতে ধাবমান হইল ; তাহাদের উদ্দেশ্য সিদ্ধ হইল না ; দেবগণ স্বেচ্ছা-ক্রমেই চলিয়া গেলেন। নারায়ণ, গণেশ ও নারদমুনিকে লক্ষ্য করিয়া বলিলেন,— “ইহাদের কাণ্ডটা দেখিলে ! উহারাই কলির বরপুত্র ! দেশের প্রায় সকল স্থানের ভাবই, এইরূপ মৰ্ম্ম-ভেদী !” ব্রাহ্মণত্রয় অধোমুখে চলিতে লাগিলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণ পশ্চাৎ হইতে বলিতে লাগিলেন, “শুমুন, শুনুন, আমার সঙ্গে আগুন ; আমি সব দেখেছি, সব শুনেছি, আমার কুটীরে চলুন ; আমি গরীব । শাকান্নে আপনাদের তৃপ্তি-সাধন করিতে পারিলে, এ অধম চরিতার্থ হইবে।” নারায়ণ কি ! এ মরুভূমে ও মধু মরূদ্যান আছে ! ভগবান আপনার মঙ্গল করুন । ব্রাহ্মণ । এত বেলা হয়েছে, এখনও আপনাদের আহার হয় নাই ! অনুগ্রহ ক'রে যদি আমার কুটীরে পদার্পণ করেন ! তাহারা দ্রুতপদে ব্রাহ্মণের গুহে আসিলেন ; তথায় তিনখান। মাত্র ঘর ; তাহাও একরূপ জীৰ্ণ শীর্ণ। সংসারে স্বামী স্ত্রী তার একটি গাভী মাত্র । তাহার ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর সরলতা দেখিয়া অবাক হক্টলেন । ব্রাহ্মণ একটি মাদুর বিছাইয়া দিলেন ; অতিথিগণ তাহাতে উপবেশন করিলেন ; ব্রাহ্মণ বাজন- ' করিতে লাগিলেন। তাহারী কিছু সুস্থ হইলে, ব্রাহ্মণী পদপ্রক্ষালনের জল ও স্বানের তৈল আনিয়া দিলেন । অতিথিগণ স্নান করিতে গেলেন । র্তাহারা স্বান করিয়া আসিয়া সন্ধা > >