পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । সামান্য তৃণ, কিন্তু বিতরণ করেন অমৃতময় দুগ্ধ! দেব-প্রতিম, সাধু নর-নারীর স্বভাব ও ঠিক এইরূপ ; অন্যের পরিত্যক্ত সামান্য দ্রব্য তাতাদের ভোগ্য ; কিন্তু, পৃথিবীর উপকার যাহা করেন তাহ অমূল্য ! হায় ! এমন অমৃতময় দুগ্ধ ও ঘৃত ও, পাষণ্ড ব্যবসায়ীদের হস্তে, বিষৰূপে পরিণত হয় ! কি ভয়ানক কথা ! অর্থোপার্জনের কি ঘৃণিত পস্তা ! স্কৃতে, বাদাম-তৈল ও চর্বি প্রভূতি, আর দুগ্ধে, ময়দা ও বাতাসা মিশ্রিত জল প্রভৃতি প্রচুর পরিমাণে মিশ্রিত হয় ! স্কৃত ছগন্ধময় হয় এবং দুগ্ধের শুভ্র বর্ণ ভিন্ন আর কিছুই থাকে না ; স্থল বিশেষে, এরূপ দুগ্ধকে “শুভ্র সলিল” বলা যায়। হবি; ভিন্ন যজ্ঞ হয় না ; কলিকালে, দেবভোগ্য হবির এরূপ দুৰ্গতি ঘটিলে বলিয়াই, বোধ হয়, আর্য্যঋষিগণ বিশেষ যজ্ঞের ব্যবস্থা করেন নাই ।” এই সকল চিন্তার পর নারায়ণ, এক জ্যোতিৰ্ম্ময় সন্ন্যাসীবেশে, এই পাষণ্ড ব্যবসায়ী দের সমাজে উপস্থিত হইয়া, তাহাদিগকে আহবান পূর্বক বলিতে লাগিলেন, বৎসগণ, দুগ্ধ ও ঘৃত বিকৃত করিয়া, তোমরা দেশের সর্বনাশ করিতেছ কেন ? এই স্বৰ্গীয় দ্রব্য নষ্ট করিতে কি, তোমাদের কিছুমাত্র দুঃখ হয় না ? আমি দেখিতেছি, ঘৃণিত চৌর্য্যবৃত্তি অপেক্ষা ও, তোমাদের ব্যবসায় অধিকতর ঘৃণনীয়। অতএব বৎস, এই অসদুপায়ে অর্থে পার্জনের অভিলাষ পরিত্যাগ কর । একেবারে ধৰ্ম্ম-জ্ঞান-শূন্য হইও না । তোমাদের ন্যায়, দেশের সর্বব-নাশক আর কেহই নহে। তোমরা দুগ্ধে জল মিশ্রিত কর ; বৎসহীন গাভী হইতে অস্বাভাবিক উপায়ে 있8 *