পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । এ দিকে ব্রাহ্মণীও আহার করিতে বসিলেন ; মনে করিলেন, যেন অমৃত ভক্ষণ করিতেছেন ; তাতার জীবনে কখনও এরূপ সুভক্ষ্য ভক্ষণ করিয়াছেন কিনা, মনে পড়িল না। ব্রাহ্মণীর আহার হইল কিনা, ব্রাহ্মণ দেখিতে গেলেন । ব্রাহ্মণী বলিলেন, “যাহা হউক, অতিথিগণ তৃপ্ত হইয়াছেন ; এমন সুখাদ্য কখনও খাই নাই ; তৈল, লবণ, মসল্লা নাই, অথচ ব্যঞ্জনাদি এমন উপাদেয় কিরূপে হইল । তিনজনের ভাত পাঁচজনে খাইলাম, তবু দেখ আর ও কত “ভাত” রহিয়াছে । ইহাতেই গরুর যথেষ্ট হইবে । আমার মনে হয়, ই তার নিশ্চয়ই দেবতা।” ব্রাহ্মণ বলিলেন, আমার ও তাতাই মনে হয়। “শ্ৰীকৃষ্ণ বৃন্দাবন চন্দ্র । আর কতকাল এই পাপ দেহ বহন করিব।” এই বলিয়া, ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কাদিতে লাগিলেন । ঠাহীদের সেই নীরব ক্ৰন্দন নারায়ণ শুনিলেন ; তিনি ও কাদিতে লাগিলেন । ভক্তাধীন ভগবান, ভক্তকে আকুল দেখিলে কি স্থির থাকিতে পারেন ? মহামায়ার শক্তি-প্রভাবে, ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কিছু স্থির হইলে, ব্রাহ্মণী গো-সেবা করিতে গেলেন, এবং ব্রাহ্মণ ও অতিথিগণের নিকট আসিলেন । নারদ ব্রাহ্মণকে বলিলেন, “আপনি একজন মহাপুরুষ : আপনি ধন্য ; আপনার ব্রাহ্মণী ও ধন্য ; আপনার আজ যে কাজ করিলেন, এরূপ সৌভাগ্য কাহারও প্রায় হয় না । আমি ও আপনাদের মত ‘ভক্ত” দেখিয়া ধন্য হইলাম।” ব্রাহ্মণ উত্তর করিলেন, “ওকথা মুখে আনিবেন না ; আমরা অপরাধী ; দীনহীন পথের কাঙ্গাল ; আমাদের ক্রটি গ্রহণ করিবেন না।” ><}