পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্গ Գշ ծ করিয়া কহিল, “আমরাও তোমার যথেষ্ট সাহায্য করিব।” ওলাউঠা উঠিয়া কহিলেন “আমি বুড়া হওয়ায় যদিও পূৰ্ব্বের ন্যায় সামর্থ্য নাই, তথাপি প্রাচীন হাড়ে আর একবার লাগিয়া দেখিব।” অতিবৃষ্টি কহিল, “আমি অনবরত জল ঢালিয়া দেশ ভাসাইয়া দিব, তাহা হইলে শস্য নষ্ট হইয়া যাইবে ও লোক খাইতে ন পাইয়। মারা যাইবে।” শুক কহিল, “তোমার হাতে নিস্তার পাইয়াও যদি দুই একটা ক্ষেত্র বাচে, শস্ত পাকিবার পূর্বে আমি শুকাইয়া দিব ।” অগ্নিবৃষ্টি কহিল, “পৃথিবী ধ্বংসের আবার ভাবনা কি ? আমি মধ্যে মধ্যে এক এক স্থানে দেখা দিলে কুটট পৰ্য্যন্ত থাকিবে না।” জলস্তম্ভ কহিল “আমি যদি এক একবার দেখা দিই—যে দিক দিয়া যাইব ৫৭ মিনিটের মধ্যে বাড়ী ঘর ফরস হইয়া পরিষ্কার রাস্তা কইবে I* ভূমিকম্প বলিল, “আমি যদি পাচ মিনিট একটু জোর করে পৃথিবীকে নাড়া দিই, তাহা হইলে বাড়ী ঘরদোর, মানুষ, পশু, গাছপালা প্রভৃতির আর কোনও চিহ্নমাত্র থাকে না।” এই সময় ট্যাক্সের কহিল, “যত রোগবালাই মর্ত্যে যাচ্চে; চল আমরা এই সময় যাইয়া লোকগুলোকে চেপে চুপে ধরিগে, তাহা হইলে পরণের কাপড় ফেলে। পালাবে ।” কাম কহিল, “আমি আর সম্পর্ক বিচার করিতে দিব না।” ক্রোধ কহিল, “আমি পিতৃমাতৃ ও স্ত্রীহত্য পৰ্য্যন্ত ঘটাইব। তাহ হইলে দেবগণের ক্রোধ আরও বৃদ্ধি হইবে।” বিদ্যা কহিলেন, “আমি অস্ত হইতে অবিদ্যারূপে দেখা দিব ।”বুদ্ধি কহিলেন, “আমি আর মুবুদ্ধিরূপে থাকিব না। লক্ষ্মী কছিলেন, “আমার অলক্ষ্মীই এখন ভারতে থাকিবে ।” সরস্বতী কহিলেন, “আমার দুষ্ট মূৰ্ত্তিই সকলের স্কন্ধে চাপিবে।” ষষ্ঠী কহিলেন, “আমি আর সহজে ধনী লোককে ছেলে দিব না।” সৰ্পগণ কহিলেন, “পরীক্ষিতের যজ্ঞে দুই ভাগ ও পুরস্কারলোভী সাপমারাদিগের