পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দের প্রাধান্ত অক্ষুঞ্জ থাকিবে । সুতরাং শক্রপক্ষ ইহা চুরি করিয়া মাকণদেশে পাঠায় । ডাক্তার রাইমার অদ্ভুত কৌশলে ইহা আত্মসাৎ করিয়া ইংলণ্ডে পাঠান ; তথায় চুরির উপর বাটপাড়া হয়। ইহার প্রত্যেক ঘটনাই বিচিত্র । - - সাঙ্গী—ঐযুক্ত বিজয়রত্ন মজুমদার প্রণীত । গার্হস্থ্য উপন্যাস– মূল্য ২২ টাকা । মানবচরিত্র-বিশ্লেষণ পটু মুনিপুণ গ্রন্থকার তাহার পুস্তকের এই নায়ক নিকুঞ্জের বিশুষ্ক-প্রাণে যে আনন্দের প্রস্রবণ ধারাটী বহাইয়া দিয়াছেন তাহ বাস্তবিকই অতি চমৎকার এবং উপভোগ্য হইয়াছে । কঙ্কণচেণৱ—শ্ৰীহরিসাধন মুখোপাধ্যায় প্রণীত। ঐতিহাসিক বৃহৎ উপন্যাস । মহারাণী মুরলার স্ববর্ণ-কঙ্কণ চুরির ব্যাপার লইয়া ইহার প্রাণ-প্রতিষ্ঠা –চাণক্যের কুট রাজনীতি—চন্দ্রগুপ্তের আত্মত্যাগ— মহারাণীর পতিভক্তি, তড়িতার অপূৰ্ব্ব লীলা—ইহাতে বিচিত্র নানা ঘটনার স্বষ্টি করিয়াছে। কি করিয়া চাণক্য ও চন্দ্রগুপ্ত কর্তৃক মগধের নন্দবংশ ধ্বংস হয়,—তাহার বিচিত্র চিত্ৰ—‘কঙ্কণচোরে চিত্রিত আছে —মূল্য ২২ ৷ বাণী ও কল্যাণী—কবি রজনীকান্ত সেনের সাহিত্যসাধনার প্রথম ও শ্রেষ্ঠ ফল। “বাণী” ও “কল্যাণী” রচনাই কবিবরকে অমর করিয়াছে । কবিবরের ‘কান্ত পদাবলী” বঙ্গের নরনারীর প্রাণে এক স্বপূৰ্ব্ব সঙ্গীতের মূর্ছনা জাগাইয়া তুলিয়াছে। বাণী ও কল্যাণীর সঙ্গীত গুলি ত্রিস্রোতের ন্যায়—ভক্তি, প্রেম ও হাস্তরসের ত্রিধারায় বিভক্ত । ইহার প্রতি ছত্র “বীণা পঞ্চমে বোলেরে” । কবিবর জন্মভূমির দারুণ ব্যথায় কোথাও গাহিয়াছেন,— “মায়ের দেওয়া মোট কাপড় মাথায় তুলে নেরে ভাই” আবার কোথাও—ভগবদ্ভক্তির গভীর গদগদ ধ্বনি বাহির হইয়াছে। সিদ্ধ কাপড়ে প্যাড, বাধাই, মূল্য প্রত্যেক খানির ১• ।