পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8 ] পুণ্যের জন্ত্ৰ—অভিনব রহস্তময় সচিত্র ডিটেকটিভ, উপন্যাস } জীযুক্ত স্বধাকৃষ্ণ বাগচি। মূল্য ১ টাকা। লোমহর্ষণ ভীষণ ঘটনার সহিত সরল মধুর উপদেশের আশ্চর্য সমাবেশ। কাপড়ে মুদৃপ্ত বাধাই, সোণার জলে নাম লেখা, বহু সুন্দর সুন্দর হাফটোন চিত্ৰশোভিত। ছাপা, কাগজ, ছবি—সকলই মনোমদ । বেঙ্গলী, ডেলিনিউজ, সময়, নব্যভারত, • সতীশচন্দ্র বিদ্যাভূষণ, গুরুদাস বাবু প্রভৃতি কর্তৃক উচ্চ প্রশংসিত । “ছিল্লহস্ত—মুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত' অপূৰ্ব্ব ডিকেকুটিভ, উপন্যাস—মূল্য ২ টাকা মাত্র । পদিল্লী—শ্ৰীযুক্ত সুরেন্দ্রনাথ রায় প্রণীত । পৌরাণিক যুগে সাবিত্ৰী যে স্থান অধিকার করিয়া আছেন, ঐতিহাসিক যুগে পদ্মিনীর সেই স্থান। যিনি সতীত্ব, ধৰ্ম্ম ও মর্য্যাদা রক্ষার জন্য অকাতরে ভীষণ জহরানলে দেহ-বিসর্জন করিয়াছিলেন, র্যাহার স্মৃতি বক্ষে ধারণ কবিয়া সমগ্র রাজস্থান এখনও গৌরবান্বিত—সেই সতীর পুণ্যকাহিনী প্রত্যেক বঙ্গবধূকে উপহার দিন। একাধারে শিক্ষা ও উপন্যাসের মাধুৰ্য্য—এই নুতন । অনেকগুলি বহুবর্ণ ওদ্বিবর্ণের চিত্ৰশোভিত সিল্কের প্যাড বাধাই—মূল্য ১০০ । রঙ্গমহল—ঐযুক্ত হরিসাধন মুখোপাধ্যায় প্রণীত । বঙ্গসাহিত্যে ইছাই প্রথম সচিত্র ঐতিহাসিক উপন্যাস ; মোগল-বাদসাহের সোণার রঙ্গমহালের প্রেমস্থতি-বিজড়িত ঘটনা-বৈচিত্র্য-কাহিনী। প্রতি-উপহার দিবার এরূপ পুস্তক আর নাই । সুন্দর ছাপা ও বিলাতী বাধাই, সোণার জলে চিত্রিত । ১॥০ টাকা ।” - শৈলুগ—শ্ৰীমরেন্দ্রনাথ রায় প্রণীত । সতী-সাবিত্ৰী শৈব্যা”র অপুৰ্ব্ব পাতিব্ৰত্য পাঠ করিয়া কোনও রমণীই অশ্রুপাত না করিয়া থাকিতে পারিবেন না। একখানি লইয়া গৃহের শোভা বৰ্দ্ধন করা উচিত। ভ্রাতা,