পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

捻8 দেবগণের মর্ত্যে আগমন নারা । আহা ! এরাই যথার্থ স্থখভোগ করেছে। আমরা দেবতা তয়ে কি ক’রেছি ! সকলে সিসমহলের নিকট উপস্থিত হইলে বরুণ কহিলেন “দেখুন পিতামহ ! এই স্থানকে সিসমহল কহে । এস্থানের প্রাচীর কাচের।” ইন্দ্র । এখানে কি হইত ? বরুণ। এই গৃহে বেগমেরা স্নান করিতেন। স্নানের পর এলো চুলে, ভিজে কাপড়ে স্ত্রীলোকদিগকে বড় স্বন্দর দেখায় । এ জন্ত সম্রাটের দেখিবেন বলিয়া গৃহের প্রাচীর কাচের করিয়াছিলেন। নারা । সখও মন্দ নহে! ব্ৰহ্মা। নানা রঙ্গের ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়া সাজান এটা কি ? আহা ! এমন সুন্দর পাথর ত কখন চক্ষে দেখি নাই। বরুণ। উহা একটি কবর। ওদিকে সম্রাটের অন্দরের বাগান দেখুন। ঐ বাগানে এমন সুন্দর সুন্দর পুষ্প আছে, যাহা দেবতারা কখন চক্ষে দেখেন নাই। এ স্থান হইতে দেবগণ দেওয়ানখানা দেখিতে চলিলেন । যাইবার সময় বরুণ কহিলেন “দেখুন ঠাকুরদাদা ! এই যে সুড়ঙ্গ দেখিতেছেন, লোকে বলে ইহার ভিতর দিয়া আগ্রা হইতে দিল্লী পৰ্য্যস্ত পাওয়া যায়।” ব্ৰহ্মা । উঃ! অদ্ভূত ক্ষমতা ! ক্রমে দেবতারা দেওয়ানখানায় উপস্থিত হইয়া প্রকাও দালান দেখিয়া অত্যন্ত আশ্চর্য হইলেন। বরুণ কহিলেন, “এই দালান লম্বায় ১৮০ ফিট এবং প্রস্থে ৬০ ফিট । এই দালানে একখানি সিংহাসন ছিল, তাহাতে বসিয়া আকবর প্রত্যহ দরবার করিতেন । সোমনাথদেবের বিখ্যাত চন্দন কাঠের দরজ দম্বারা হরণ করিয়া আনিয়া ঐ স্থানে রাখিয়াছিল।” ব্ৰহ্ম । আহা ! ঐ দরজার জন্ত সদাশিব অস্থাপি মধ্যে মধ্যে আমার কাছে দুঃখ প্রকাশ করিয়া থাকেন।