পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আংগ্ৰt : ৬৫ বরুণ। ওদিকে দেখুন মতি-মসজিদ । ভাল ভাল শ্বেত পাথরমতির সহিত মিলাইয়। ঐ মসজিদ প্রস্তুত হয়। এ কারণ মতি-মসজিদ নাম হইয়াছে। মতি-মসজিদের নিকট সকলে উপস্থিত হইলে ব্ৰক্ষা কহিলেন “আহা মতি-মসজিদই বটে।” - বরুণ । এই মসজিদে ৪০ ফিট পরিধি-বিশিষ্ট একখানি মাত্র শ্বেত পাথরের সিংহাসন ছিল । তাহাতে উপবেশন করিয়া আকবর বাদস প্রত্যহ স্নান করিতেন । সিংহাসন খানি এত সুন্দর যে, রাজপ্রতিনিধি লর্ড হেষ্টিংস দেখিয়া চমৎকৃত হয়েন এবং চতুর্থ জর্জকে উপঢৌকন দিবার জন্ত বিলাতে প্রেরণ করেন। - ইন্দ্র । কার ধন কে কাকে উপঢৌকন দেয়! এখানে আর কি আছে ? বরুণ । এক্ষণে আর কিছু নাই। তবে এক সময় জাহাঙ্গীরের বিখ্যাত পানপত্র এই স্থানে ছিল । উহা অতি চমৎকার বহুমূল্য মণিমুক্তার দ্বারা সুসজ্জিত করা ছিল। পানপাত্রটি ইংরাজ রাজপুরুষের কলিকাত মিউজিয়মে লইয়া গিয়া রাখিয়াছেন। এখানে একটি বৃহৎ কামান ছিল । লোকে বলে উহা মহাভারতের বীরপুরুষগণের । সে কামানটাও বিলাতে প্রেরিত হইয়াছে। ইন্দ্র। দুই একটা দ্রব্য দেখে বিলাতের লোকের কি কৌতুহল চরিতার্থ হবে ? এই মতি-মসজিদটী যদি সমগ্র পাঠান হইত, তাহা হইলে তাহারা চমৎকৃত হইতেন এবং ভারতবাসীদিগের কারিগিরি ও বুদ্ধিবৃত্তিরও কিছু পরিচয় পাইতেন। - s” বরুণ । তাহার যে যো নাই। নচেৎ রাজপুরুষের সমস্ত আগ্রাকে ইংলণ্ডে উঠাইয়া লইয়া যাইতেন । ইহার পর দেবগণ বাসায় প্রত্যাগমন করেন । আসিবার সময় বরুণ কহিলেন “দেখুন পিতামহ ! কেল্লার ঐ যে স্থানটা দেখা যাচ্চে, ঐ স্থানের উপর হইতে নীচে একটি ভয়ানক গহবর গিয়াছে গহবরের তলা যে (t *