পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দেবগণের মর্ত্যে আগমন আরোহণ করাইয়া কলিকাতায় লইয়া যাই। যাইতৃে কোন কষ্ট হইবে না। আমরা রাস্তার ধারে ধারে ভাল ভাল ষ্টেশনে নামিয়া দু এক দিন করিয়া বিশ্রাম করিব, তাহা হইলে দিল্লী, আগর, মথুরা, বৃন্দাবন, মুঙ্গের, ভাগলপুর, বারাণসী প্রভৃতি প্রাচীন সহর সকলও দেখা হইবে এবং অসময়ে আহারাদি করার জন্তও কোন কষ্ট হইবে না। ইন্দ্র। আমারও একান্ত ইচ্ছ—পূৰ্ব্বরাজ্যগুলি বর্তমানে কিরূপ অবস্থা ধারণ করিতেছে দেখি। ভাল, বাষ্পীয় শকট কি ? - বরুণ । ইংরাজকৃত একপ্রকার রথ । ইহা চালাইবার জন্ত ঘোড়৷ ও হাতীর দরকার করে না। বাম্পে চলে বলিয়া ইহার নাম বাষ্পীয় শকট হইয়াছে। কলে বাম্পের দ্বারা চলে বলিয়া অনেকে ইহাকে কলের গাড়ীও বলে । ইহার যাতায়াতের রাস্তা লৌহের রেল । এজন্ত ইঙ্গা রেলওয়ে ট্রেণ বলিয়াও অভিহিত হয়। ট্রেণ অর্থাৎ বহুসংখ্যক প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর গাড়ী একত্র লইয়া যাওয়া হয় । লোকে যে যেমন পয়সা ব্যয় করে, সে সেইমত গাড়ীতে যাইতে পারে। কোবাই যত দেওয়া যায়, স্বচ্ছন্দে লইয়া যায় । ইন্দ্র । আহা ! এমন আশ্চৰ্য্য রথও ইংরাজের। নিৰ্ম্মাণ করিয়াছে ! চল একদিন মর্ত্যে যাইয়া চক্ষের সার্থকতা সম্পাদন করি ও মনের সাধ মিটাইয়া লই । আপাততঃ চল ব্ৰহ্মলোকে ঘাইয়া পিতামহকে সঙ্গে লইয়া যাইবার চেষ্টা পাই। আমাদের দেখিবার অনেক সময় আছে । পিতামহের যেরূপ অবস্থা—আজ কালের মধ্যে যদি ফুক করিয়া মারা যান, এত সুখের কলিকাতা আর দেখিতে পাইবেন না । বড় আপসোস থাকৃবে। আমরা পিতামহকে এ সব কথা ভেঙ্গে বলিব না, কেবল কৌশলে লইয়া যাইবার চেষ্টা পাইব । তাহা হইলে তিনি মৰ্ত্ত্যে যাইয়। হঞ্জ নিজ স্থষ্টির মধ্যে আশ্চর্য স্থষ্টি দেখিয়া চমৎকৃত হইবেন। সুঞ্জথা বলিয়া দেবরাজ মাতলিকে রথ সাজাইতে আজ্ঞা দিলেন এবং

  • .