পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী ఫి: যাত্রাওয়ালা কহিল, “আমার কাজ যাত্ৰাদিগকে দেবালয় সকল দর্শন, করাইয় আনা ।” * শুনিয়া নারায়ণ ইন্দ্রের কাণে কাণে বলিলেন, “স্বাদ মহাশয় এখানে অনেকগুলি “ছুইফোড় দৌহিত্রের মুখ দেখে দৌহিত্রজ লোকে যাবার পথ পরিষ্কার করিলেন। - অতঃপর দেৱগণ একখানি ঘোড়ার গাড়ী ভাড়া করিয়া উভয় দিকের দরজা খুলিয়া দেখিতে দেখিতে চলিলেন। নারায়ণ এই সময় দুরে একটা বহুচুড়াবিশিষ্ট বাড়ী দেখিয় বরুণকে জিজ্ঞাসা করিলেন,"বরুণ! ওটা কি ?” বরুণ । উহা সিকরোল কলেজ। কলেজের বাড়ীটি বড় চমৎকার । কলেজের নিকটস্থ প্রাঙ্গণে একটি ক্ষুদ্র পুষ্করিণী আছে এবং দর্শকদিগের কৗতুহল বৃদ্ধির জন্ত জলে দুট কুম্ভীর পোষা হইয়াছে। কলেজের মধ্যে একটা উৎকৃষ্ট পুস্তকালয় আছে। পুস্তকালয়ে ইংরাজী অপেক্ষা সংস্কৃত পুস্তকেৰ ভাগ বেশী । .এই স্থানে কর্ণেল উইলফোর্ডের কবর আছে। ইনি একজন বিখ্যাত সংস্কৃতজ্ঞ ছিলেন । 呜 - ক্রমে দেবগণের গাড়ী সদর রাস্ত পরিত্যাগ করিয়৷ গলি ঘুজির মধ্য দয়া মণিকর্ণিকার ঘাটে ঘাইয়t.উপস্থিত হইল। নারায়ণ বুদ্ধ পিতামহের হাত ধরিয়া জলের নিকট লইয়া যাইলেন। তিনি উপস্থিত হইয়া কয়েক বন্দু জল লইয়া মস্তকে স্পশ করিলেন এবং “আঃ ! চরিতার্থ হইলাম” লিয়, “মুরধুনি, এস মা ! কমণ্ডলুতে এস মা !” বলিয়া রোদন করিতে লাগিলেন এবং তাহার ঘন ঘন মোহ উপস্থিত হইতে লাগিণ । বরুণ। আপনি করেন কি ? মর্ভে্যু এসে কি পাগল হইলেন f ব্ৰহ্মা। বরুণ, দাদা—দত্য বল, মাকে এত দ্রাকৃছি দেখা দিচ্চেন কেন ? তার ত কোন অমঙ্গল ঘটে নাই ? : - } বরুণ। গঙ্গার আবার অমঙ্গল কি, তার কি কিছু অমঙ্গল আছে ? ব্ৰহ্মা। জানি কি ভাই, মর্ত্যে এসে স্থানে স্থানে যে জলের কল,