বিষয়বস্তুতে চলুন

পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্মলোক 岷 영 বোধ হয় কপাল পুড়েছে—বাবা বুঝি বেঁচে নাই ; নচেৎ আমার এ দুঃখের দশ দেখে কখনই নিশ্চিন্ত থাকতেন না।” ইন্দ্র । আপনার এক এক বার যাওয়া উচিত । ব্ৰহ্ম। কি ক’রে ভাই যাই, জান তো আমার ঘুমেতেই মাথ৷ খেয়েছে ৷ * বরুণ। আপনি একদিন চলুন, নচেৎ লোকে ব্যঙ্গ ক’রে প্রায়ই ব’লে থাকে —“বুড়ো, মেয়েটাকে জলে দিয়ে কেমন ক’রে নিশ্চিন্ত আছে ?” ব্ৰহ্মা। ক্ষমতা থাকিলে কি বাইতে অসাধ? ঘুমকে যদিও পারি— প্রাচীন শরীরে এক পাও চলিবার শক্তি নাই । বরুণ। চলুন—আপনাকে হাটুতে হবে না, কলের গাড়ীতে নিয়ে যাব। প্রাচীন শরীরে পিত্তি পড়ে পাছে অমুখ চয়, এজন্য ভাল ভাল ষ্টেশনে বিশ্রাম করিব । ব্ৰহ্মা। কলেবু গাড়ী কি ? বরুণ । ইংরাজকৃত একপ্রকার রথ । ঐ রথ কলে চলে বলিয়া *কলের গাড়ী” নাম হইয়াছে । ব্ৰহ্মা। মাকে আমার বেঁধেছে গুনে মন যেরূপ চঞ্চল হয়ে উলে, তাহাতে একবার মৰ্ত্ত্যে যাওয়া নিতান্ত আবশু্যক হ’চ্চে"।. তোমরা বৈকুণ্ঠে যাইয়া নারায়ণকে আমার নাম করিয়া ডাকিয়া আন । দৈত্যেরা তাহার পরিবারবর্গের উপর যে নানাপ্রকার অত্যাচার করিতেছে, তিনি কি তাহার খবরটাও রাখেন না ? এই কথার পর দেবগণ পুনরায় রথারোহণে বৈকুণ্ঠের অভিমুখে চলিলেন ।

  • ৪৩২••• বৎসরে ওঁ যুগ। এই ৪ যুগে দেবতাদিগের ১ যুগ। এইরূপ হাঙ্গায় যুর্গে ব্ৰহ্মার এক রাত্রি । " - r - , #