পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ দেবগণের মর্ত্যে আগমন মিত্র। ইনি রাজঘাট হইতে বারাণসী পৰ্য্যন্ত সাড়ে আট বিঘা জমী গ্ৰীও ট্রাঙ্ক রোড নিৰ্ম্মণার্থ গবর্ণমেণ্টকে দান করেন। ইহার দান দর্শনে সন্তুষ্ট হইয়। গবর্ণমেণ্ট ইহাকে পান্ধি প্রভৃতি সাতটী দ্রব্য খেলাত দিয়াছিলেন । ১৮৫৬ সালে ইহার মৃত্যু হয়। ইহার জ্যেষ্ঠপুত্রের নাম গুরুদাস ও কনিষ্ঠ পুত্রের নাম বরদাদাস মিত্র। গুরুদাস মিউটিনির সময় গবৰ্ণমেণ্টকে সাহায্য করায় দুই হাজার টাকা খেলাত পান । বরদ। বাবুও অত্যন্ত দাতা । ইহঁারা দুইভাই হাজার টাকা এলাহাবাদ কলেজে, ছয় হাজার টাকা প্রিন্স অব ওয়েলসের শুভাগমনের স্মরণার্থে, ৫০০ শত টাকা রাজসাহীর ফেমিন রিলিফ ফণ্ডে এবং অনু্যন হাজার টাকা দরিদ্রদিগের সাহায্যার্থে দান করিয়াছেন । রাজা শিবপ্রসাদ সি, এস, আই । ইনি একজন প্রসিদ্ধ লোক । ইহার পিতার নাম গোপীচাদ, ইনি মুরশীদাবাদের জগৎ শেঠের বংশীয়। ইনি বেনারস কলেজে বিদ্যা শিক্ষা করেন এবং ১৭ বৎসর বয়ঃক্রমকালে ভরতপুরের মহারাজার উকীল নিযুক্ত হন। খন শিখযুদ্ধ আরম্ভ হয়, রাজা ফিরোজপুরে ফরেন ডিপার্টমেন্টের নায়েব মির মুন্সী পদ প্রাপ্ত হন। ইহার পর ইনি সিমল এজেন্সীর মির মুন্সী পদ প্রাপ্ত হন। ইহার পর ইনি গবর্ণমেন্টের অধীনে জয়েণ্ট ইনস্পেক্টর অব্‌ পবৃলিক ইন্‌ষ্ট্রাকৃসন ডিপার্টমেন্টের ইনস্পেক্টর হন। পরে ইনি ফুল ইনস্পেক্টর পদ প্রাপ্ত হন। এক্ষণে ৩০ বৎসর কৰ্ম্ম করিয়া বার্ষিক ৫০০০ হাজার টাকা পেনসন পাইতেছেন । এবং গবর্ণমেণ্ট কর্তৃক রাজা উপাধি প্রাপ্ত হইয়াছেন। দেবগণ ষ্টেশনে যাইয়া দেখেন টিকিট দিবার ঘণ্টা দিতেছে। বরুণ কহিলেন “নারায়ণ, ব্যাগ খুলে টাকা দেও, টিকিট কিনে আনি।” . শিব। এ গাড়ী কলিকাতায় যাইবে না, তথা হইতে আসিতেছে ; এলাহাবাদে যাইবে । বরুণ। দেখ জনাৰ্দ্দন, আসিবার সময়-স্বাস্ত ভুলে । আমি তোমাদের