পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8や দেবগণের মর্ত্যে আগমন ফেলা যাবে ভাবিয়া খাইতে দেন। ছোটলোক—কখন ভাল দ্রব্য চক্ষে দেখে নাই, অতএব এক একজন গাণ্ডে পিণ্ডে গিলে আর নড়তে পারে না, কিন্তু কি করে—যে জন্তে আসা তা করতেই হবে ভাবিয়া সকলে কষ্টে হষ্টে আসরে গিয়ে দেখা দেয় । আসরে উপস্থিত হইয়। দেখে ঝাড় লণ্ঠনে এলাহি কারখানা করে ফেলেছে ! এরা কখন বাতির আলোয় গান করে নাই, সুতরাং গালে হাত দিয়া ভাবৃতে লাগল। ওদিকে ঢুলীর এই সময় ঢোলে চাটি দিয়া “ৰ্ঘ ঘিচা ঘা” “র্ঘ ঘিচ ঘা” বাদ্য আরম্ভ করিল। ষণ্ডার দলের তখন কোমর বাধিয়া উঠিয়া মাটি কাপাইয়৷ তালে তালে নৃত্য দেখে কে ? অনেকক্ষণ নৃত্যের পর সকলে মুখোমুখি হ’য়ে ঠিক ডাকাত পড়ার মত একটা বিদ্‌কুটে চীৎকার করে গলা সেধে লয় এবং শ্রেণীবদ্ধ হয়ে এই ভাবে দাড়ায়, যেন বন্দুকে বারুদ প্রভৃতি মজুদ, এক ফুল্কি আগুনের অভাব। এই সময় পদ্মনাথ থাত হাতে লইয়া সকলের পশ্চাদ্ভাগে আসিয়া বাতির আলোতে ঝাপূস। দেখে যেমন ব’লেছে “আমলে দেখতে পাইনে যে” আমি দোয়ারের গান ভেবে নাচিতে নাচিতে ধ’রে ফেল্লে—“আ ! মলো, দেখতে পাইনে যে ” পদে অমনি ব’ল্লে “মর বেটার কল্লি কি ?” দোয়ারের চীৎকার করিয়া গাহিল “মর বেটার—ক’ল্লি কি ?” বাবু এই সমস্ত দেখে শুনে একজনকে ধ’রে আগাপাশতলা মারেন। পদে৷ এবং দুই একজন কোন প্রকারে পালিয়ে আসে । পদে বাড়ী এলে গ্রাম শুদ্ধ ছেলে বুড়ে একত্রে হয়ে ক্ষেপাতে থাকে । কেহ বলে “হঁ্যাগ পদোর মা ! তোমাদের বাড়ীতে নাকি হাতীতে নেদে গিয়েছে ?” কেহ বলে “পদোর মা ! এবার হয় ত তোমাকেই হাতিতে উঠতে হবে।” এইরূপ ব্যঙ্গ করাতে ইহারা ত্যক্ত বিরক্ত হয়ে এক দিন রজনীযোগে বাড়ীঘর ফৈলে প্রয়াগে এসে মুদিখানার দোকান খুলে বাস করিতেছে। “পদোর জীবনচরিত মন্দ নয়” বলিয়া সকলে ষ্টেশনে ঘাইয়া দেখেন,