পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিরজাপুর . ᎼᏬ☾ “আমার বংশে যে সকল গোয়াল বা বৈষ্ণব অথবা রজপুত বা ব্ৰাহ্মণ, মৎস্ত কিংবা বরাহ কি কুৰ্ম্ম প্রভৃতি যে সকল মহাপুরুষের মৃত্যু হইলে গতি হয় নাই, তাহাদের জন্ত এই পিণ্ডাৰ্পণ করিলাম। আমার কয়েক অবতারে বন্ধুগণের বংশে, আমার বংশে, মাতামহের বংশে, প্রতিবেশীর বংশে এবং গ্রামের লোকের বংশে বাহারা মাতৃগর্ভে থাকিয়াই, অথবা সর্পাঘাতে, চোর ডাকাতের হাতে, জলমগ্ন হয়ে, ঘর চাপা পড়ে, ব্যাঘ্র কর্তৃক, পশুগণের শৃঙ্গে, বৃক্ষ হ’তে পতিত হয়ে, কুকুর শৃগালের দংশনে, আফিং কিংবা বিষ ভোজনে, ছুরি ও দড়ি গলায় দিয়ে, অকালে না খেতে পেয়ে অথবা যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি কেহ প্রাণত্যাগ ক’রে থাকেন, তাকদের উদ্দেশে পিণ্ডার্পণ করিলাম। আমার বংশে যদি কোন স্ত্রীলোক একাদশীর দিন ক্ষুৎপিপাসায় কাতর হয়ে, প্রসববেদনায় স্থতিকাগৃহে অথবা স্বামিবিয়োগে কাতর হইয়া চিতারোহণে প্রাণত্যাগ করিয়া থাকেন, তাহাদের উদ্দেশে পিণ্ডদান করিলাম । আমার বংশে যদি কেহ নরকে থাকেন, পশুযোনি প্রাপ্ত হইয়া থাকেন অথবা ভূত প্রেত হইয়া পৃথবীতে পরিভ্রমণ করেন, র্ত্যহাদের উদ্দেশে পিণ্ডার্পণ করিলাম। আমার শ্বশুরকুলে, গুরু-পুরোহিত-কুলে, পাড়ার লোকের কুলে, চাকরচাকরাণীর কুলে, এবং তঁহাদের ও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও গ্রামস্থ কাহারও কুলে যদি কেহ নরকে থাকেন, সকলের উদ্দেশে পিণ্ড প্রদান করিলাম। আমার যে সকল ভ্রাতা ভগিনী কংসকর্তৃক অসময়ে স্থতিকাগৃহে প্রাণত্যাগ করিয়াছেন, আমার যে সকল গরু বৃন্দাবনের মাঠে, যে সকল বানর লঙ্কার সমরক্ষেত্রে, যে সকল বন্ধু কুরুক্ষেত্রের দুর্জয় সমরে প্রাণত্যাগ করিয়াছেন, তাহাদের জন্য পিণ্ডদান করিলাম । “মা ! তোমরা আমাকে গর্ভে ধ’রে অনেক কষ্ট পেয়েছ। মাটিতে আঁচল পেতে শুয়ে দশ মাস পর্য্যস্ত উপাদেয় খাদ্য ফেলে কেবল পোড়া মাটি খেয়েছ । মা ! প্রসব-বেদনার সময় স্থতিকাঘরে কত কষ্ট সহ করেছ।