পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৈলাস S X. বলিয়া নন্দী সহ প্রস্থান করিলেন। তিনি বহিৰ্ব্বাটীতে উপস্থিত হইবামাত্রদেবগণ একে একে প্রণাম ও সাদর সম্ভাষণ করিলেন । শিব। স্বর্গের কুশল তো ? নারা । আজ্ঞে ই৷ i শিব। তবে অসময়ে আসিবার কারণ কি ? নারা । আমরা কলিকাতা দর্শন করিতে যাব, সেই জন্তে বড়দাদ আপনাকে ডাকিতে পাঠাইয়াছেন । শিব । ভাই, এ অপেক্ষা আর মুখের বিষয় কি আছে ; তবে বাড়ী ফেলে আমার একদও কোন স্থানে যাবার যো নাই । আমি গেলে বিষয়কৰ্ম্ম দেখে, এমন লোক একটীও নাই । - নারা । কেন, কাৰ্ত্তিক ও গণেশ বাবাজারা আছেন, উইারা দেখিবেন । উপযুক্ত হইয়াছেন, এখন হ’তে বিষয়কৰ্ম্ম না দেখিলে চলিবে কেন ? শিব "ি মহাভারত ও-বেটার মানুষ হ’লে ভাবনা কি ? দুটো ছেলের একটাও মানুষের মত হ’ল না । কাৰ্ত্তিকেটা তো ঘোর ইয়ার হয়ে উঠেছে, রাত দিন কেবল আয়না ক্রস নিয়েই আছে ; আর ল্যাবেণ্ডার ওডিকলম প্রভৃতি কি ছাই ভস্ম গুলো মাথায় লেপৃছে। “ বেটা কালাপেড়ে সিমলার ধুতি না হ’লে পরেন না এবং পাঁচ টাকা দামের চীনেম্যানের বাড়ীর জুত না হ’লে পায়ে দেন না। আমি. পয়সা বাচিয়ে বাঘছালে লজ্জা নিবারণ ক’রে বেড়াই—বেটা আমার সিস্কের পাঞ্জাবী পোরে তেড়ী কেটে বাবু সেজে বেড়ান । ইন্দ্র। আপনি খরচপত্র দেন কেন ? - শিব। আমি কি দিই ; আশ্বিন মাসে ওর মামার বাড়ী গিয়ে নিয়ে আসে। আমার শ্বশুরই তো ছেলেগুলোর মাথা খাচ্চেন ; ব’ল্পে শুনেন