পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২০ দেবগণের মর্ত্যে আগমন এখান হইতে কাশীবাবু দেবগণকে লইয়া নিজের আফিসে উপস্থিত হইবামাত্র সেজে বাবু ছটিয়া আসিয়া কহিলেন “কৈ ছে! তোমার বালকটি কৈ ? আমার ভাই, তাকেই কৰ্ম্ম দিবার একান্ত ইচ্ছা ছিল ; অনেকগুলি প্রার্থ উপস্থিত হওয়ায় কাজেই আমাকে একটা মোটামুটি পরীক্ষা ক’ৰ্বতে হচ্চে। জানি কি, পরের চাকর, কে আবার কোন্‌ দিক্ দিয়ে উড়ে চিঠি হাকাবে!” কাশী । তোমাদের যে ধৰ্ম্মভয় আছে, তা আমি বিলক্ষণ জানি ; ঐ দেখ আমার সেই বালকট । সেজে বাবু তৎশ্রবণে নিজের সম্বন্ধীকে ডাকিয়া আনিয়া প্রথমে উপকে কহিলেন “বাপু ! বল দেখি, দশটাক ক’রে মণ হ’লে এক সেরের দাম ।” উপ চারি আনা । সেজে৷ বাবু। (নিজ সম্বন্ধীর প্রতি ) তুমি কি বল ? সম্বন্ধী। আজ্ঞে, বোনাই যদি দোকানদার হয়, এক সেরের উপর প্রায় একছটাক আন্দাজ ফাও দিয়ে থাকে । সেজে৷ বাবু। বেস বেস। দেখ হে কাশী বাবু, এর বুদ্ধিটে কতদূর তীক্ষ ! একেই ভাই চাকরী দিতে হ’লে। আমি প্রতিজ্ঞ ক’রূচি, পুনরায় খালি হ’লে তোমার ঐ বালকটকে দিব । কাশী । এ কথায় আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না ; জানি কি যদি তোমার আরও ২।১টা সম্বন্ধী থাকেন। এই তো সুপারিশের জোরে তোমার এ সম্বন্ধটির আগমন মাত্রেই চাকরী হ’লে । বিশেষ দুঃখিত হ’লাম যে, কৰ্ম্ম দেওয়া ও বেতন বাড়াবার সময়ে তোমাদের ধৰ্ম্ম-ভয় থাকে না। সেজে৷ বাৰু। কাশী বাবু। তুমি কি ভাবুচো—এ বালক আমার সম্বন্ধী। তুমি বেশ জেনে, এ আমার সহোদর সম্বন্ধী নয়। তবে পরিবারকে দিদি সম্বোধন ক’রে ডাকে মাত্র । “আমার যতদুর সাধ্য চেষ্টা করলাম, এর উপর আর হাত নাই !