পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর ২২৫ নিমগ্ন হইয়া সিংহাসন লইতেছে । তোমার গুণে আপনপর ও পর আপন, সাধু অসাধু এবং অসাধু সাধু। তোমার কৃপায় দোষী নির্দোষ এবং নির্দোষও দোষী হইয়া রাজদ্বারে দণ্ড পাইয়া থাকে । তোমাকে পাইবার জন্ত লোকে জলে অনলে সমরক্ষেত্রে এবং ব্যাঘ্র ভল্লুকের মুখে যাইতে ভাত নহে । তোমাকে পাইবার আশায় অনেকে জাত্যন্তর ও ধৰ্ম্মান্তর গ্রহণ করিয়া পিতা মাতাকেও কাদাইতেছে । তোমাকে পাইবার জন্ত মাতাপিত। পুত্রকন্ত পৰ্য্যন্ত বিক্রয় করিয়া থাকে । তুমি বৃক্ষ লতা ফল মূল সকলের মধ্যেই আছ। তোমাকে চেনে না, এমন লোক নাই ।” “হে টাকা ! তোমাকে প্রণাম করি ; যেন তোমার বরে আমার ৬০ টাকা পৰ্য্যন্ত বেতন বৃদ্ধি হয়, তাহা হইলে আমি যজ্ঞিবাড়ীতে গিয়া পাতে মাছের তরকারী খাইয়া মনুষ্যজীবন সার্থক করিয়া আসিব ।” ইন্দ্র । দেখুচি পৃথিবীতে অর্থেরই গৌরব বেশী ! বরুণ। গৌরব বলে গৌরব। মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা ভ্রাতা ন সম্ভাষতে ভৃত্যুঃ কুপ্যতি নামুগচ্ছতি স্বতঃ কাস্তাপি নালিঙ্গতে । অর্থপ্রার্থনশঙ্কয়া ন কুরুতেইপ্যালাপমাত্ৰং সুহৃৎ তস্মাদর্থমুপার্জয় প্রিয় সখে হৰ্থেন সৰ্ব্বে বশাঃ ॥ নারা। বরুণ, প্রজাহিতৈষী ইংরাজ-রাজ কেন এই সৰ্ব্ব অনর্থের মূল টাকাগুলিকে এদেশ হইতে স্থানান্তরিত করিতে চেষ্টা না করিতেছেন ? আমি আজ মন খুলে আশীৰ্ব্বাদ করি, র্তাহাদের যেন এ প্রদেশে এক কপর্দকও রাখিতে মতি গতি না হয় । এখান হইতে দেবগণ বাসায় যাইয়া সে রাত্রি অতিবাহিত করিলেন, এবং তৎপরদিন সাতটার ভোমা বাজিবামাত্ৰ সকলে ওয়ার্কসপু দেখিতে চলিলেন। তাহার গেট দিয়া প্রবেশ করিয়া প্রথমতঃ টাইমকিপার আফিসে উপস্থিত হইয়া দেখেন—গৃহটর দুই দিকের জানালার উপর, § 't చk1.