পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর ఇవీ > পিতা দেবগণের প্রতি চাহিয়া কহিল “এ হ’লে কি ? ধ্যা ! পিতার কথাও পুত্রে রাখে না ? ছেলের চেয়ে আমার মেয়েট ভাল, সে এই শীতে ভোরে উঠে রাশি রাশি পাণ তৈয়ের করে ও বাদাম ভেঙ্গে রাথে । তাই আমি পকেটে ক’রে নিয়ে গিয়ে বড় বাবুকে লুকৃয়ে লুকৃয়ে দিয়ে .৫ চইলে ৪৫ পর্য্যস্ত বেতন বৃদ্ধি ক’রে নিয়েছি।” দেবগণ বাসায় যাইয়া কাশীনাথ বাবুর অপেক্ষা করিতে লাগিলেন । কাশীনাথ বাবু আসিয়া পীড়ার কথা শুনিবামাত্র কহিলেন “মহাশয়ের মুঙ্গেরে যান ।” ইন্দ্র । কেন বলুন দেখি ? কাশী। অস্থানেতে ফোড়া, বড়ই ভাবনার কথা ! ব্ৰহ্মা । মুঙ্গেরের ট্রেণ কখন পাওয়া যায় ? কাশী। একটার সময় আফিস-ট্রেণ আছে। চলুন আপনাদিগকে তুলে দিয়ে আসি । ' * - দেবগণ এই কথার তলপী তালপা উঠাইয়া ষ্টেশন অভিমুখে চলিলেন । কাশীনাথ বাবুও তাহাদিগকে উঠাইয়া দিবার জন্ত পশ্চাৎ পশ্চাৎ চলিলেন । সকলে মুঙ্গের প্লাটফরমে বসিয়া আছেন, এমন সময়ে টিকিট দিবার ঘণ্টা দিল । কাশীনাথ বাবু যাইয়। ছয় পয়সা মূল্যের পাচখানি টিকিট খরিদ করিয়া আনিলেন। ক্রমে মুঙ্গের-ট্রেণ আসিয়া উপস্থিত হইল। দেবগণ ট্রেণে উঠিয়া কাশীনাথ বাবুকে কহিলেন “আপনি অতি সৎ ও ভদ্রলোক । আপনাকে ছাড়িয়া যাইতে আমাদিগের কিছুমাত্র ইচ্ছা হইতেছে না । খুব সাবধানে থাকিবেন এবং ধৰ্ম্ম বিষয়ে দৃঢ় আস্থা রাথিবেন । আপনি ধনাভাবে বিশেষ কষ্ট পাইতেছেন, কি করিবেন,—অদৃষ্টের উপর নির্ভর করিয়া যখন যে অবস্থায় থাকেন তাহাতেই সন্তোষ প্রকাশ করিবেন, কদাচ মনে দুঃখ করিবেন না। আমাদের আশীৰ্ব্বাদে আপনি এক সময়ে, যথেষ্ট মুখী হইবেন। প্রত্যহ জামালপুর পাহাড়ের সন্নিকটে ভ্রমণ করিতে