পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rలు দেবগণের মর্ত্যে আগমন এবং বোধ হয় তাহাদেরই ষড়যন্ত্রে ক্রমান্বয়ে নুতন নুতন নবাব পদচ্যুত হইতেছে। অতএব ঐ কয়েকটা কণ্টককে অগ্ৰে বধ করিয়া নিষ্কণ্টক হওয়া উচিত । তিনি এইরূপ স্থির করিয়া রাজা রাজবভপ্লকে এখানে বন্দী করিয়া আনেন এবং কারারুদ্ধ করিয়া রাখেন। পরিশেষে প্রাণদণ্ডের আজ্ঞা দিয়া বলেন “বল দেখি—তোমার কিরূপে মরণে ইচ্ছা হয় । রাজ৷ তৎশ্রবণে কহিলেন “আমাকে যেন জাহ্নবী-জলে নিমগ্ন করিয়া মারা হয় ।” মীরকাসিম এই কথায় সম্মত হইয় তাহার বক্ষে প্রচণ্ড শিলা বাধিয়া জলে নিক্ষেপ করিতে হুকুম দেন। নিক্ষেপ সময়ে রাজা হা ! রাম!” শব্দে যে চীৎকার করিয়াছিলেন—সেই শব্দ যেন এক্ষণেও আমার কর্ণে ঘুরে বেড়াইতেছে। ব্ৰহ্মা। বরুণ, এ স্থলের নাম মুঙ্গের হইল কেন ? বরুণ। এ স্থানের নাম পূৰ্ব্বে মুদগলপুর ছিল । মুদগল নামক কো ঋষি এই স্থানে বসিয়া তপস্তা করিতেন বলিয়। ঐ নাম হইয়াছে। দেবতার কেল্লার মধ্যস্থ একটী কবরের সন্নিকটে বাসা ভাড়া করিলেন । এবং সন্ধ্যার পর উপ’র হাত ধরিয়া ধীরে ধীরে হাসপাতালে উপস্থিত হইলেন। ডাক্তার পরীক্ষা করিয়া কহিলেন “এ সামান্ত ফোড়া— এর জন্তে কোন ভাবনা নাই, একটু একটু ঘি গরম করিয়া দিলেই সারিয়া যাইবে।” নারা । হাসপাতালে এত খাট কেন ? বরুণ। মুরশিদাবাদের রায় অন্নদাপ্রসাদ রায় বাহাদুর একদিন হাসপাতাল ভ্রমণে আসিয়া দেখেন—রোগীদিগের শয়নের বড় কষ্ট। এজষ্ঠ তিনি নিজ ব্যয়ে এই সমস্ত খাট খরিদ করিয়া হাসপাতালে দান করিয়াছেন। ব্ৰহ্মা । এইরূপ দানই প্রকৃত দান। এবং এই সকল লোকই প্রকৃত দাতা । যখন তাহার হাসপাতাল হইতে বাহির হয়েন, একটি বাঙ্গালী বাবুও