পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"Rసెe দেবগণের মর্ত্যে আগমন এই সময়ে একব্যক্তি “চাই পাণ, চাই পাপ” শব্দ করিতে করিতে সেই স্থানে উপস্থিত হইলে বরুণ নারায়ণকে এক ঠোঙ্গ কিনিয়া দিলেন। নারায়ণ যখন ঠোঙ্গ খুলিয়া দেবগণকে এক একটা ভাগ করিয়া দিতেছিলেন, একপাল অসভ্য বেহারবাসী পোটলা পুটলি ঘাড়ে ছুটিয়া আসিয়া র্তাহাদের গাড়ীর দ্বার ধরিয়া টানিতে লাগিল। উপ তাহাদিগকে উঠিতে নিষেধ করিলে সকলেই ঘাড় নাড়িয়া আস্ফালন পূর্বক কহিল—“এ *! হাম্বি টিকিস লিয়। কভি নেই উৎরেঙ্গে। এক এক টিকিস লিয়া কাঁবা । তিন মাহিনাকে খোরাক হামলোককে-এস্মে গিয়া। চাহে লাট সাহেব হোয়, চাহে নবাব হোয়, কিছিক বাৎ নেহি শুনেঙ্গে । ( ঘাড় নাড়িয়া ) টিকিস লিয়া বাবা ” উপ। উঃ । ঘাড় নাড়ার ধুম দেখ। আমরা আমি যাচ্চি নয় ? যা, ঐ পাশের গাড়ীতে উঠগে । তাহারা পাশের গাড়ীতে গ্লাস এবং গদি পাতা দেখিয়া মহা সন্তুষ্ট হইয়। সমস্ত দলবলকে আদর করিয়া ডাকিতে লাগিল—”এ এ শুকোন, এ ভাই শুকোন, ভাই সব জলদি আও। কাচকো কামর, ইস্কো পর গদি হায়, মসলন হায়, বড় আরাম্মে যায়েঙ্গে । আও আও, ভাইলোক সব জলদি আও।” এই প্রকারে সকলে একত্র হইয়া যেমন সেকেণ্ড ক্লাসে উঠতে যাইবে, এক জন ফিরিঙ্গি “ইউ ড্যাম", বলিয়া ঘুলি চালাইল । ঘুলি খাইয় তাহার কহিতে লাগিল—“তুম মানেক কোন হায় ? হাম লাল লাল টিকিস লিয়া, কভি নেই যাঙ্গে ।” এইরূপে গোলযোগ করিতে লাগিল। ষ্ট্রেপও তাহাদিগকে ফেলিয়া চলিয়া গেল। তখন তাহারা পরস্পরে কহিতে লাগিল ‘ঔর বহুত গাড়ী স্বাগুজে, উস্ বকৎ কোইকে বাৎ নহি গুনকে একদম কাচকে গাড়িকে ভিতর ঘুম যাঙ্গে।”