পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবাদ ఇ:సెసి স্ত্রীলোকেরা পাহারা দিয়া থাকে। অন্দরে হাকিম, কবিরাজ –কাহারও যাইবার আজ্ঞা নাই । এই সময় নবাববাড়ীর সন্নিকটে নহবৎ বাজিতে লাগিল। নারায়ণ কহিলেন “বরুণ ! এ নহবৎ কোথায় বাজছে ?” বরুণ। এমাম বাড়ীতে। ঐ স্থানে প্রত্যহ সন্ধ্যাকালে, প্রাতঃকালে এবং দুই প্রহরের সময় নহবৎ বাজিয়া থাকে। এই সময় “গুবুৎ" শব্দে একটা তোপ হইল। হঠাৎ তোপধ্বনি হইবামাত্র দেবগণ চমকাইয়া উঠিলেন। র্তাহাদের বুক দুপ দুপ করিতে লাগিল। ক্রমে গুবুৎ গুবুৎ শব্দে কতকগুলো তোপ হইয়া গেল । নারা । বরুণ! এরূপ কামানের শব্দ ক’রূছে কেন ? বরুণ। বোধ করি, নবাব মফঃস্বলে গিয়াছিলেন—প্রত্যাগমন করিয়াছেন, তাই তার সম্মানার্থ তোপ হইতেছে। - ইন্দ্র । মফঃস্বল হইতে প্রত্যাগমন করিলে তোপ হয় ? বরুণ । হ্যা, নবাব মফঃস্বলে যাইলে, কি প্রত্যাগমন করিলে, কি তাহার সন্তান জন্মিলে, কিংবা কোন পৰ্ব্বদিন উপস্থিত হইলে তোপধ্বনি হইয়া থাকে। তদ্ভিন্ন প্রত্যহ রাত্রি দশটা এবং চারিটার সময় তোপদাগ হয় । ইন্দ্র। দেখ বরুণ, রাজা কোন স্থানে যাইলে কিংবা প্রত্যাগমন করিলে অথবা তাহার সন্তান জন্মিলে তোপের দ্বারা সাধারণকে জ্ঞাত করানর উপায়ট মন্দ নহে । আমি ইচ্ছা করিতেছি স্বর্গে গিয়াই কামান পাতিব । কারণ কোনও রাজা বিদেশ হইতে দেশে আসিলে প্রজার ৫/৭ দিন পর্য্যস্ত জান্তে পারে না । কিন্তু ২৪ বার কামানের শব্দ ক’রূলে সকলেই জান্তে পারে যে, রাজা দেশে এলেন। বরুণ ! নবাববাড়ীর কামান গুলোর আকৃতি আমাকে দেখাতে পার ? “চল বলিয়া তাহাদিগকে নবাবের বাড়ীর সম্মুখে লইয়া যাইয়া