পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రీeb দেবগণের মর্ত্যে আগমন দেওয়া হয়। দরবারস্থলে রাজসাহার কমিশনর ই. ডবুলু, মনোনি সাহেব উপস্থিত ছিলেন। গবর্ণমেণ্ট রাণীকে মহারাণী উপাধি দিয়াও তৃপ্ত হইতে পারেন নাই, সুতরাং ১৮৭৮ অব্দের জানুয়ারি মাসে ইহাকে -ইমপিরিয়েল অর্ডার অব দি ক্রাউন” উপাধি প্রদান করেন। ঐ সনের ১৪ই ੋਏ এই রাজবাটীতে আর একটা দরবার হয়। তাহাতে প্রেসিডেন্সি বিভাগের কমিশনর এফ, বি, পিকক সাহেব ছোট লাটের প্রতিনিধি হইয়া উপস্থিত হইয়াছিলেন, এবং রাণীর কতকগুলি দানের উল্লেখ করিয়া যথেষ্ট প্রশংসা করিয়াছিলেন। ব্ৰহ্ম। বরুণ! রাণীর দানের কথা শুনিয়া আমার মনে বড় আনন্দ উপস্থিত হইতেছে। তুমি রাণীর কতকগুলি সৎকার্ঘ্যে দানের উল্লেখ কর। বরুণ। পিকক সাহেব যে সমস্ত দানের উল্লেখ করেন, আমার তাহ অনেকটা স্মরণ আছে। আমি আপনার নিকট তৎসমুদায়ের পুনরুল্লেখ করিতেছি শ্রবণ করুন। এই রাণী ১৮৭১৭২ সালে চট্টগ্রামের সেলার হোম নিৰ্ম্মণার্থ তিন হাজার টাক, মেদিনীপুর হাইস্কুলে হাজার টাকা, কলিকাতা চাদনী হাসপাতালে হাজার টাকা, যশোহরের ভৈরব নদের সংস্কারার্থ হাজার টাকা এবং মুরশিদাবাদের দীনদুঃখীদিগের সাহায্যার্থ হাজার টাকা দান করিয়াছিলেন। তৎপরে ગ ૧૨ | ૧૭ সালে বেথুন স্ত্রী-বিদ্যালয়ে ১৫ শত টাকা, বগুড়া ইনষ্টিটিউসনে পাঁচ শত টাকা, নেটভ হাসপাতালে আট হাজার টাকা, ম্যালেরিয়ারোগগ্ৰস্ত ব্যক্তিদিগের সাহায্যার্থ ১৫ শত টাকা এবং বহরমগঞ্জের রাস্ত নিৰ্ম্মণার্থ হাজার টাকা দান করিয়াছিলেন। ১৮৭৪ । ৭৫ সালে এক লক্ষ দশ হাজার টাকা মুরশিদাবাদ, দানাপুর, পাবনা, ২৪ পরগণ, নদীয়া এবং বৰ্দ্ধমানের অল্পকষ্টগ্রস্ত ব্যক্তিদিগের জন্ত দান করিয়াছিলেন। তদ্ভিন্ন বহরমপুর কলেজে হাজার টাকা, রাজসাহী মাদ্রাসায় পাঁচ হাজার টাক, কটক কলেজে দুই হাজার টাকা, গারোহিল ডিম্পেন্সরিতে পাঁচ শত টাকা