পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిల్చి দেবগণের মর্ত্যে আগমন প্রচার করিবার জন্ত প্রায় ১•১২ জন সংস্কৃতজ্ঞ পণ্ডিতকে বেতন দিয়! রাখিয়াছিলেন। ওদিকে দেখা যাইতেছে বারদ্বারী। নারা। বৈঠকখানার পাশ্বে ঐ লালবর্ণের বাড়ীটা কি ? যাহার দ্বার ও জানালা এমন কি পরদাগুলি পর্য্যন্ত লাল । বরুণ। উহা মহারাজের ব্রাহ্মসমাজ। উহার ভিতরের ঝাড় লণ্ঠন এবং মেজে পৰ্য্যন্ত লালরঙ্গের । এই সমাজগৃহটতে প্রকৃত ব্রাহ্মধৰ্ম্মেরই আলোচনা হইয়া থাকে। শুামাচরণ তত্ত্ববাগীশ ও তারকনাথ তর্করত্ন এই সমাজের আচার্য্য ও উপাচাৰ্য্য । ইহঁারাই রাজবাটীর প্রধান পণ্ডিত । উপ। বরুণ-কাকা । ব্রাহ্মসমাজের সম্মুখে বাড়ীটা কি ? বরুণ । দেবরাজ ! ঐ বাড়ীটাই রাজার অন্দরমহল। ঐ মহলের নাম নারায়ণী-মঞ্জিল। মহারাণী নারায়ণীর নামানুসারে ঐ নাম দেওয়া হইয়াছে। বাড়াটা চীনদেশীয় ইষ্টক দ্বারা নিৰ্ম্মিত। উহা সৰ্ব্বসমেত চারিতাল, গৃহগুলি অতি সুন্দররপে সাজান আছে। নারা। নারায়ণী মঞ্জিলের পাশ্বে যে বাড়ীটে দেখা যাইতেছে, উহাতে कि इच्च ? বরুণ। মহারাজের কাছারী-বাড়ী। ঐ বাড়ীতে রাজসরকারের আয় ব্যয় প্রভৃতির নানা বিভাগে নানাপ্রকার কাজ হইতেছে। রাজার পাঁচজন মেম্বরকে এক এক বিভাগ ভাগ করিয়া দেওয়া আছে । তাহারাই রাজকাৰ্য্যের সমস্ত বিষয়ের হিসাব-পত্র দেখেন । ইহার পর দেবগণ লক্ষ্মীনায়ায়ণজীর বাটতে প্রবেশ করিলেন । ইনি রাজবংশের কুলদেবতা। ইহঁার সেবার বন্দোবস্ত বড় সুন্দর । বরুণ। পিতামহ! চেয়ে দেখুন—চারিদিকে দালান, মধ্যে নাটমন্দির। ও দিকে দেখা যাইতেছে রাসমঞ্চ ও পিতলের রথ। দেবগণ দেবালয়ের দ্বারে যাইয়া দেখেন,—গৃহমধ্যে বিগ্রহ বিরাজ