পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マー)&b" দেবগণের মর্ত্যে আগমন ইহার প্রণীত “নাগাষ্টক” নামক আটট কবিতা বিশেষ প্রশংসার যোগ্য । ইনি সংস্কৃত, পারসী, হিন্দী ও ব্রজবুলিতে অনেকগুলি কবিতা লিখিয়াছিলেন। ১১৬৭ সালে (১৭৬০ খৃঃ অৰে ) ৪৮ বৎসর বয়ঃক্রমকালে ইহার মৃত্যু হয়। ইনি বাল্যকালে বড় কষ্ট পান। অল্প বয়সেই পিতৃগৃহ পরিত্যাগ করিয়া পরপ্রত্যাশী হন। অনেক সময় সামান্ত শাক-ভাতও ইহঁার ভাগ্যে জুটে নাই। তথাপি অনেক কষ্টে বিদ্যাশিক্ষা করেন। একবার মোক্তারি করিতে ঘাইয়া ফাটকেও গিয়াছিলেন । এখান হইতে দেবগণ পূৰ্ব্বমুখে যাইয়া বাক পারে সর্বমঙ্গলার ঘাটে উপস্থিত হইলে বরুণ কছিলেন “পিতামহ ! ঘাটের পশ্চিম পাশ্বে একটা কামান রহিয়াছে দেখিতেছেন। ঐ কামানটী প্রতিবৎসর দুর্গোৎসবের সময় মহাষ্টমী পূজার দিন সন্ধিপূজা আরম্ভ হইলে একবার করিয়া দাগ হয় ।” ইন্দ্র। সম্মুখের ঐ পাচ চূড়াবিশিষ্ট মন্দিরটা কি ? বরুণ। ঐ সৰ্ব্বমঙ্গলার বাড়ী । দেবগণ ইহার পর সর্বমঙ্গলার বাড়ীতে প্রবেশ করিলেন। প্রথমতঃ তাহার সিংহদ্বার দিয়া প্রবেশ করিয়া একটা বাগানবাটীতে উপস্থিত হইয়া কতকগুলি শিবমন্দির দেখিলেন। তৎপরে ভিতরে প্রবেশ করিয়া দেখেন, দেবীমূৰ্ত্তি মন্দিরে বিরাজ করিতেছেন। মন্দিরের সন্মুখস্থ নাটমন্দিরে অনবরত বলিদান হইতেছে। নারায়ণ বৈষ্ণব। অতএব পাটা কাটা দেখিয়া “ঐবিষ্ণু শ্ৰীবিষ্ণু বলিতে বলিতে পলাইয়া আসিলেন। সুতরাং দেবগণের ভাগে ভুল করিয়া সৰ্ব্বমঙ্গল দেখা ঘটল না। তাহার দেবীকে প্ৰণাম করিয়াই প্রত্যাগমন করিলেন। এখান হইতে র্তাহার রাজকুমারীর প্রতিষ্ঠিত নবদুর্গ দেখিয়া, উইল বাড়ীর মধ্যে প্রবেশ করিয়া যে দিকে চাহেন, দেখেন অসংখ্য সং সাজান রহিয়াছে ; সংগুলির মধ্যে দেবতা সংই অধিক। কোন স্থানে নারায়ণ কংসকে বিনাশ করিতেছেন ; কোন স্থানে রামরাবণে যুদ্ধ বাধিয়াছে, উভয়