পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৰ্দ্ধমান 986 বিসর্জনের দিন রাজার বিস্তর টাকার বাজী পোড়ে । বাজী পোড়াইবার অগ্রে ও শেষে দশটা করিয়া তোপ হয় । এখানকার শুড়ি, তামলি এবং ময়রামাগীদের চরিত্র বড়— “ঐ যা ! টিকিট দিবার ঘণ্টা দিল” বলিয়া দেবতার ছুটে টিকিট কিনিতে চলিলেন এবং পাণ্ডুয়ার ঠিকিট কিনিয়া কয়জনে যেমন প্লাটফরমে দাড়াইয়া অপেক্ষা করিতেছেন, অমনি হুপান্থপ গুপাণ্ডপ শব্দে ট্রেণ আসিয়া ঝ ঝনাৎ শব্দে থামিল। দেবগণ ট্রেণে উঠিয়া বসিলেন । ট্ৰেণ কলখানাকে একটু জল খাওয়াইয়া আবার হুপাছপ শব্দে উৰ্দ্ধশ্বাসে দোঁড়িতে আরম্ভ করিল। ট্রেণ সাক্‌টীগড় ষ্টেশন অতিক্রম করিয়া মেমরিতে উপস্থিত হইলে বরুণ কহিলেন এই স্থানের নাম মেমারি। মেমরির কয়েক মাইল দূরে দামোদর নদ প্রবাহিত । বর্ষাকালে ঐ নদ বৰ্দ্ধিত হইয়া বড় অত্যাচার করিয়া থাকে। স্রোতে নৌকা ডুবিয়া অনেক মনুষ্যের প্রাণ নষ্ট হয়। কখন কখন দামোদরের বাধ ভাঙ্গিয়া সমস্ত দেশ প্লাবিত হইয়া যায়। নদটী রামঘর নামক পাহাড় হইতে উৎপন্ন হইয়াছে । মেমরিতে ইংরাজ পথিকদিগের থাকিবার জন্ত একটা ডাকবাঙ্গাল আছে । মেমারীর অনতিদূরে চকদীঘি নামক একটী স্থান আছে। ঐ স্থানে সুপ্রসিদ্ধ ও প্রজাবৎসল জমীদার সারদাপ্রসাদ সিংহ রায়ের বাসভবন ও অনেক কীৰ্ত্তি আছে । ব্ৰহ্মা। বরুণ ! ঐ বংশের বিবরণ বল ? - বরুণ। ইহঁারা জাতিতে ছত্রি। রাজপুতনা হইতে ঐ স্থানে আসিয়া বাস করেন। মুল সিংহ রায় এই বংশের আদি পুরুষ। ইনি মৃত্যুকালে ভবানী সিংহ রায়, দেবী সিংহ রায়, ভৈরব সিংহ রায় ও হরি সিংহ রায় নামক চারি পুত্র ও অতুল ঐশ্বৰ্য্য রাথিয়া যান। প্রথম পুত্রদ্বয়ের সস্তানাদি হয় নাই ; তৃতীয় ভৈরব সিংহ রায়ের অম্বিকাপ্রসাদ সিংহ নামক এক পুত্র ও দুর্গা দেবী নামী এক কন্যা হয় ।