পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੱਲ੍ਹਾ Sసిసి ব্ৰহ্মা। শ্ৰীবিষ্ণু ! মদ্যপান করিলে সপ্তদশ পুরুষ নরকস্থ হয়— কুলাঙ্গারেরা কি জানে না ? বরুণ । জানে, কিন্তু তাহাতে ভয় করে না । আজ কাল মর্ত্যে স্ত্রী, পুরুষ, মেয়ে, ছেলে, সকলেই মাতাল । কতকগুলি লোক আছে, তাহারা পুত্রগণকে বাল্যকাল হইতেই দুগ্ধে মদ মিশ্রিত করিয়া খাওয়ায়। সে সব কথা যাকৃ, সন্ধ্যা প্রায় আগত, অতএব এই বারিকের মধ্যে আশ্রয় লইলে ভাল হয় না ? দেবগণ এ কথায় সম্মত হইলে বরুণ বারিকের মধ্যে একটী বাসা স্থির করিলেন এবং কয়জনে সে রাত্রি তথায় অতিবাহিত করিয়া প্রাতে আবার নগর ভ্রমণে বাহির হইলেন। বরুণ কহিলেন, “পিতামহ । সম্মুখে দেখুন পুলিস সুপারিন্টেণ্ডেন্টের বাস।” দেবতারা এখান হইতে ডভের স্কুল ও ডিষ্ট্রক্ট ইঞ্জিনিয়ারের আফিস দেখিয়া এক স্থানে উপস্থিত হইয়া দেখেন—একটা বাবু মাতাল হইয়। টলিতে টলিতে রাস্তা দিয়া যাইতেছে । - ইন্দ্র। বরুণ ! এ বাবুটীও কি মাতাল ? বরুণ। এই বাবুর বিষয় তোমাকে শোনান উচিত। ইহার মাতা অল্প বয়সে বিধবা হন । র্তাহার ভগ্নীপতি কলিকাতার একজন বড় লোক । সেই দুরাত্মা বিধবা শালীর রূপে মুগ্ধ হইয়া তাহার গর্ভে এই পুত্র উৎপাদন করে। মিন্সের একান্ত ইচ্ছা ছিল, সমস্ত বিষয়বিভব পুত্রদিগকে না দিয়া ইহাকেই দিয়া যাইবে ; কিন্তু পুত্রেরা এই সমাচার জ্ঞাত হইয়া পিতাকে হুগলীর বাগানের কাছে— ব্ৰহ্মা। আরে ছি! ছি! পৃথিবীতে আর বাচ-বিচার নাই। উপ। বরুণ-কাকা! কি ব’ল্পে আবার বল না। আমি বাড়ী গিয়ে গল্প করবো । এখান হইতে এক স্থানে যাইয় দেবগণ দেখেন—একটী বাবু সাজগোজ