পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o R. দেবগণের মর্ত্যে আগমন ফরাসী রাজ্যে কোন ব্যক্তি অপর ব্যক্তির নামে নালিশ করিলে অগ্ৰেই ভুভূম ঠোকায়। তৎপরে বিচারে দোষী হইলে সাজ পায় ও নির্দোষী হইলে মুক্তিলাভ করে। ফলতঃ অভিযোগ হইলেই অভিযুক্ত ব্যক্তি দোষী হউক আর নির্দোষ হউক, অগ্রে ভুসুম ঝুঁকিতে হয়। । : এখান হইতে কিছু দুরে যাইয়া দেবগণ দেখেন—একখানি ভাঙ্গা ঘরের মধ্যে ২০২৫ জন লোক বসিয়া আছে । তাহাদের অষ্ট অঙ্গের শিরাগুলি দেখা যাইতেছে, প্রত্যেকের চক্ষু যেন ঠিকরাইয়া পড়িবার উদ্যোগ হইয়াছে। সকলেরই সম্মুখে এক একটী কলসীর কাণার উপর এক একটা ডাবt হক । নলচের মাথার দিক্ অৰ্দ্ধেক আন্দাজ কাটা । তদুপরি এক একটী ভাঙ্গ কষ্কের বাট। হকায় এক একটা এক-হাত দেড়-হাত আন্দাজ নল লাগান। প্রত্যেকে ধূমপান করিতেছে ও এক একবার শোলা চুষিতেছে ; কখন কখন পরস্পরে সোহাগ করিয়া নলের মধ্য দিয়া উজান ফুৎকার পাড়িরা পরস্পরকে গুলি মারিতেছে, এবং সকলে নানারূপ গল্প করিতেছে। । ' ' একজন কহিল, "একটা টোড়া সাপ বড় আফিং থেত । কিন্তু আফিং খাইলে দুগ্ধের প্রয়োজন। তজ্জন্ত সে প্রত্যহ রজনীতে এক গো-শালায় প্রবেশ করিয়া দুগ্ধবতী গরুর পশ্চাৎভাগের পা দুইখানি নিজ ল্যাজের দ্বার। ছাদিয়া স্তন্যপান করিত । কিছুদিন পরে গরুটি মরিয়া যাইল। তখন দুগ্ধ অভাবে সাপটা পেট ফেঁপে মারা যায় আর কি ! একদিন গৰ্ত্ত হইতে মুখ বাহির করিয়া চোয়া ঢেকুর তুলিতেছে, এমন সময় দেখে, এক গোয়ালিনী তাহার গর্তের নিকট আসিয়া দাড়াইল । গোয়ালিনী তখন অন্তঃস্বত্ব ছিল, এজন্ত তাহার স্তনে বেশ দুগ্ধ ছিল । সাপট গোয়ালিনীকে দেখির আস্তে আস্তে গর্তের বাহির হইয়া ল্যাঙ্গ দিয়া তাহার পা ছাদিয়া ফেলিল ; এবং শুনে মুখ দিয়া চকু চকু শব্দে দুধ খাইতে লাগিল ।