পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8之8 দেবগণের মর্ত্যে আগমন পাওয়া যায়। সেই জঙ্গলের মধ্যে ইনি সামান্ত আকারে পড়িয়া থাকেন, মুকুন্দ ঘোষ নামক এক ব্যক্তির গাভী যাইয় প্রত্যহ স্থঙ্ক খাওয়াইয়া আসে। ..মুকুনা ঘোষ গাভীর দুগ্ধ হয় না কেন, এই কারণের অনুসন্ধানে ঘাইয়া এই ঘটনা অবলোকন করিল। ইহারই সহিত তারকেশ্বরের সাক্ষাৎ হয়। শিব নিজ পরিচয় দিয়া মুকুন্দ ঘোষকে কহেন, “তুমি সন্ন্যাসী হইয়া আমার সেবা কর।” মুকুন্দ ঘোষ তদবধি তারকেশ্বরের আজ্ঞায় সন্ন্যাসী হইয়া সেবা করিতে লাগিল। এ দিকে তারকেশ্বর বৰ্দ্ধমানের মহারাজকে স্বপ্নে দেখা দিয়া কহিলেন, “আমি অনাবৃত স্থানে থাকিয় বড় কষ্ট পাইতেছি, আমাকে একটী বাসগৃহ নিৰ্ম্মাণ করাইয়া দেও। রাজা স্বপ্নদর্শনে ইহঁার মন্দির ও বিষয়াদি করিয়া দিলেন। তৎপরে ইছার নিকট মানসিক করিয়া লোকের উৎকট পীড়াদি আরোগ্য হইলে পূজা দিতে থাকায় ক্রমে ইহার অতুল ঐশ্বৰ্য্য হইয়াছে এবং মহান্তের রাজা উপাধি প্রাপ্ত হইয়াছেন। এইরূপ কথোপকথন করিতে করিতে দেবগণে সে রাত্রি অতিবাহিত হইল । প্রাতঃকালে একজন ব্রাহ্মণ আসিয়া কহিল “আপনারা কত মূল্যের ডালার পূজা দিবেন ?” নারা । দুই আনার । ব্রাহ্মণ । দুই আনার কি ডালা হয় মহাশয় ? নারা । তবে দশ পয়সার । ব্রাহ্মণ । আট আনা মুল্যের কম ডালা নাই। ব্ৰহ্মা । তাই হবে। এক্ষণে আমাদের অগ্ৰে কি করা উচিত ? ব্রাহ্মণ। আপনার কি কোন পূজা মান আছে? ব্ৰহ্মা। ই, ঐ ছেলেটর পীড়া হওয়ায় কিছু পুজা মানিয়াছিলাম। ব্ৰাহ্মণ । তবে আপনারা মহাস্ত মহারাজের গদীতে আসুন। তাহাকে সেই পুজার পয়সা নগদ দিতে হইবে।