পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা 8Ե-Գ ১৮৭৪ খৃষ্টাব্দে ১৬ই ফেব্রুয়ারি বেলা ১টার সময় দ্বারকানাথ জন্মভূমি দেখিবার জন্ত যাত্রা করেন। মৃত্যুর দুই দিবস পূৰ্ব্বে তিনি কীৰ্ত্তন শুনিবার অভিলাষ প্রকাশ করেন এবং দুই ঘণ্টাকাল অভিনিবিষ্টচিত্তে ও তন্ময়মনে হরিনামামৃতপূর্ণ মধুর গান শ্রবণ করেন। মৃত্যুর দিবস প্রাতঃকালে র্তাহাকে অপেক্ষাকৃত সুস্থ বলিয়া বোধ হয় এবং সে দিবস তিনি বারান্দায় একবার পদচালনাও করেন । ১৮৭৪ খৃষ্টাব্দে ২৫শে ফেব্রুয়ারি বেলা ৪ ঘটিকার সময় দ্বারকানাথ মানবদেহ পরিত্যাগ করেন। তাহার অকালমৃত্যুতে ভারতাকাশ হইতে একটি অত্যুজ্জল তারকা খসিল । দ্বারকানাথ “হিন্দু ফ্যামিলি এমুইটি ফণ্ডের” ট্রষ্টি ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন । মৃত্যুকালে দ্বারকানাথ বৃদ্ধ মাত, কোমলহৃদয়া প্রণয়িনী ও দুই পুত্র এবং এক কত্তা রাখিয়া যান । দেবগণ এখান হইতে চলিলেন। যাইতে যাইতে বরুণ কহিলেন, “দেবরাজ। হাইকোর্টের চতুষ্পার্থে উকীলপাড়ায় বিস্তর উকীল বাস করেন।” নারা । উকীলেরা হাইকোর্টের সন্নিকটে বাস করেন কেন ? বরুণ। হালদারেরা কালীবাড়ীর সন্নিকটে যে উদ্দেশ্রে বাস করেন, ইহঁাদেরও সেইরূপ উদ্দেশু। ক্রমে সকলে যাইয়া টাউনহলে প্রবেশ করিলেন। উপ কহিল “উঃ ! বাবা ! এ যে ঘোড়দৌড়ের মাঠ ! !” ইন্দ্র । বরুণ । এ স্থানের নাম কি ? বরুণ । এই সুন্দর বাড়ীর নাম টাউনহল। এখানে কলিকাতার বড় বড় লোকের সভা প্রভূতি হইয়া থাকে। যদি কাহারও এখানে বক্তৃতাদি করিবার ইচ্ছা হয়, ৫০ টাকা ভাড়া দিলে দালান কিছুক্ষণ পাইতে পারেন। ১৮১৮ অকো এই হল প্রস্তুত হয় । ইহা নিৰ্ম্মাণ করিতে সাত লক্ষ টাকা ব্যয় হয় । কলিকাতাবাসীদিগের খরচে ইহা নিৰ্ম্মিত হয় । নারা। এখানে এ সব প্রতিমূৰ্ত্তি রহিয়াছে কাহাদের ?