পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{t ૦ ૨ দেবগণের মর্ত্যে আগমন হারম্যানকোম্প্রানী। উল্লর কলিকাতার মধ্যে প্রধান দরজি। ঐ দোক্লানে মনেক সাহেব পরিচ্ছদদি প্রভত করাইয় লন । অনেক ধনী বাঙ্গালীরও এখানে পোষাকাদি প্রভত হইয় থাকে। বি, এ ; এম, এ ; প্রভৃতি উপাধিধারীর পরিচ্ছদ্ধ প্রভত করা ইহাদের কনট্রাক্ট লওর আছে । নারা । বরুণ! তুমি বল্পে বাঙ্গালীরাও ঐ দোকানে পোষাকাদি প্রঙ্কত করাইয়া লয়, কিন্তু উহাদের পিরাণাদি সেলাই কি দেশীয় দরজিদিগের সেলাই অপেক্ষ উৎকৃষ্ট হয় ? বকশ । উৎকৃষ্ট হয় না বটে ; তবে ইহার জামার পেছন দিকটা বেশ সাহেবী ধরণের কাটিয়া সেলাই করিয়া দেয় । ইন্দ্র । বরুণ। হাইকোর্টের জজেরা যে সুন্দর পরিচ্ছদ পরিয়া সেসনে বসেন, তাহাও কি এই স্থানে প্রস্তত হয় ? বরুণ । ই, কেন ? ইন্দ্র । আমাকে সেই প্রকার পরিচ্ছদ খরিদ করিয়া দিতে হইবে ; কারণ আমার ঐক্কপ বেশে বিচারাসনে বসিয়া বিচার করিবার একাত্ত ইচ্ছা হইয়াছে । বরুণ । ঐরাপ পোয়াক খরিদ করিলে অবিকল প্রাপ্ত হওয়া যাইবে না। উহার কিছু ইতর বিশেষ করিয়া দিবে, যেহেতু অবিকল পোষাক বিক্রয় করিবার উহাদের অধিকার নাই । এখান হইতে সকলে এক স্থানে উপস্থিত হইলে পিতামহ জিজ্ঞাসা করিলেন “বরুণ! সম্মুখে দেখা যাইতেছে—ও বাড়ীটি কি ?” বরুণ । উহার নাম হামিল্টন কোম্পানীর দোকান। ইহারা কলিকাতার মধ্যে প্রধান জহরী। এই দোকানে চ্যেন, ঘড়ি, হীরকাদি এবং স্ত্রীলোকদিগের স্নাবতীয় উৎকৃষ্ট গহনাদি বিক্রয় কুইয়া থাকে। ইন্দ্র। বরুণ! তিরে চল না, একটা চোন ঘড়ি কিনে লই ।