পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা Q ૨G: হইতে আমি ‘রায় উপশনি রায় বাহাদুর মহাশয়” উপাধি নিয়ে ঘরে যেতে পারি। ব্ৰহ্মা। কেমন ক’রে ? উপাধি কি বিক্রয় হয় ? উপ কেন, যখন দেখিব কোথাও দুর্ভিক্ষ হয়েছে, অমনি ঐ টাক। হইতে পঞ্চাশ টাকা এক দমে দান করিয়া ফেলিব, ওদিকে খবরের কাগজওয়ালার লিখিতে থাকিবে, কৃতজ্ঞতার সহিত স্বীকার করিতেছি,— মহাত্মা উপ এত টাকা দান করিয়াছেন । তৎপরে পল্লীগ্রামের ছোট ছোট দুই চারিট স্কুলে পাচ টাকার হিসাবে কুড়ি টাকা দান করিব ; তাহারাও সংবাদপত্রে লিখিতে থাকিবে, “সম্পাদক মহাশয়! উপ বাৰু আমাদের স্কুল ঘরের সাহায্যার্থে এই টাকা দান করিয়াছেন।” তৎপরে কিছু দিন চুপ করে থেকে একটা লড়াইয়ে এক দমে এক শত টাকা দান করিয়া ফেলিব, তখন গবর্ণমেণ্ট *আপনি ভদ্রলোক আপনি স্বদেশহিতৈষী, আপনার গুণে সস্তুষ্ট হইয়া রায়বাহাদুর উপাধি দিলাম। ঈশ্বর-কৃপায় আপনি সুস্থ শরীরে খোসমেজাজে দীর্ঘজীবী হইয়া ঐ উপাধি ভোগ দখল করিতে থাকুন” বলিয়া সেক্হাও ক’রে বিদায় দিবেন। ব্ৰহ্মা। রায়বাহাদুর হবার পর আর তুই দান কর্বি নে ? উপ । আবার দান ক’রূবে কেন ? যে উদ্দেশ্যে দান করা—তা হ’লে আবার কে কোথায় দান ক’রে থাকে ? যদি জমিদার হইতাম, প্রজা পীড়ন করে ঐ টাকাটা তুলে লইতাম ; আমি ত আর তা নই! ব্ৰহ্ম । আজিকালিকার দানটা ঐরূপই হইয়াছে বটে ; লোকে নিজের স্বার্থের জন্যই দান করিয়া থাকে, পরোপকারের জন্য নহে । বরুণ ! রাসমণি কি উপায়ে রাণী হইলেন বল ? বরুণ। ইনি ইংরাজ-দত্ত কাগজে ভূয়ো উপাধিধারিণী রাণী নহেন। অথচ রাণী উপাধিতেই বিখ্যাত ছিলেন। কে র্তাহাকে রাণী করিল, কিরূপে তিনি রাণী হইলেন, এক সময় এই বিষয়ের আন্দোলন উপস্থিত