পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা a Ro বরুণ। আজ্ঞে না, আপনার স্তায় অনেকেরই ঐরুপ ভ্রম জন্মিয়ী থাকে ; ফলতঃ উহার চতুদিকে উন্নত প্রাচীর থাকায় ঐক্কপ দেখাইতেছে। ইন্দ্র। দুর্গট বড় সুন্দর । এরূপ একটা স্বর্গে থাকিলে আপদ বিপদের সময় ক্ষীরোদ সমুদ্রের চরে পলাইয়া লুক্কায়িত থাকিবার আবগুক হইত না । বরুণ। ১৭৭৩ সালে দুই মিলিয়ন ষ্টার্লিং ব্যয়ে এই দুর্গ নিৰ্ম্মাণ হয় । ইহার ছয়ট গেট আছে। যথা—সেণ্ট জর্জ গেট, ট্রেজারি গেট, চৌরঙ্গি গেট, পলাশী গেট, কলিকাতা গেট ও ওয়াটার গেট । নারা । আচ্ছ, উহার ভিতরে প্রবেশ করিতে দেয় ? *দেবে না কেন ? দিবাভাগে সকলেরই উহার মধ্যে প্রবেশ করিয়া দেখিবার অনুমতি আছে” বলিয়া, বরুণ দেবগণকে সঙ্গে লইয়া দুর্গের অভিমুখে চলিলেন। যাইতে যাইতে কহিলেন,"এই দুর্গমধ্যে প্রবেশ ও প্রত্যগমনের ছুটী করিয়া স্বতন্ত্র স্বতন্ত্র দ্বার আছে। তন্মধ্যে দক্ষিণ পশ্চিমের দ্বার দিয়া প্রবেশ ও উত্তর-পূৰ্ব্বদিকের দ্বার দিয়া বহির্গত হইতে হয় ।” সকলে দুর্গের উচ্চ ভূমি অতিক্রম করিয়া যে দিকে চাহেন, দেখেন, প্রাচীরে অসংখ্য কামান সাজান রহিয়াছে। উপ কহিল, “কৰ্ত্তা-জেঠ, পলাই চল । কি জানি, কোন দিক দিয়া যদি একটা কামানের গোল ফসকে এসে লাগে, প্রাণটা ত যাইবেই যাইবে ; কিন্তু দেহটা কোন মুল্লুকে নিয়ে গিয়ে ফেলবে, কেহ সৎকার করবার জন্ত খুজেও পাবে না।” ব্ৰহ্মা । বরুণ। উপ যা ব’ল্লে সত্য ; চল—আর কেল্লা দেখিয়ে কাজ নাই, পলায়ন করি। “এত লোক যাচ্চে—কাহারও ভয় হচ্ছে না, আপনার এত ভয় হ’ল কেন ? আমুন ভিতরে আমুন” বলিয়া, বরুণ দেবগণকে লইয়া ভিতরে প্রবেশ করিলেন । সকলে ভিতরে প্রবেশ করিয়া দেখেন—অনেকগুলি প্রতিমূৰ্ত্তি রহিয়াছে । অসংখ্য বারিক । বারিকের মধ্যে স্থানে স্থানে পাজী সাজান’র