পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা q¢ጭ BBBB BBBB DDS DDHH BB BD BB DD BBBB DDBB DD পূৰ্ব্বে আমি কত গ্রাম ও কত নগর মুখে করে লইয়া গিয়াছি, এক্ষণে দুখান কচুরি খাইবার শক্তি নাই। বার। আমি যে কৰ্ম্মামুযায়ি ফল ভোগ করিতেছি, তাহাতে আর ভুল-কি ? নচেৎ কোন স্ত্রীলোক পরম গুরু পতির মস্তকে পদ দিয়া বসে ? কোন স্ত্রীলোক পতি ও পিতৃবাক্য লঙ্ঘন করিয়া স্বেচ্ছামত কাজ করে ? আমি ত সবই করেছি, ভগীরথের স্তবে পতি ও পিতৃবাক্য লঙ্ঘন করেছি ? এ পাপের ফলভোগ কোথায় যাবে ? ব্ৰহ্মা । মা ! তোমার কি পাশ ফিরিবার যে নাই ? গঙ্গা । তা হলে কি অজ্ঞাপি কলিকাত থাকে ! মুখে করে নিয়ে যাইতাম ! দেখ বাবা ! বিস্তর রাজা দেখিছি, কিন্তু এমন কখন দেখি নাই ! ইহার আমাকে বিনা পেট-ভাতায় বাদীর মত থাটিয়ে নিচ্চে, যেখানে সেখানে কাটচে পাড়গুলো ইট দিয়ে বাধছে , আবার লজ্জার কথা বলবো কি, আমার উপর জলকর করে পয়সাও রোজগার কাচে। এদের একটু জমীর দরকার হলেই আমাকে বুজিয়ে জমী বাহির করে লয়। দেখ —আগে আমার সীমা টাকশাল পর্য্যস্ত ছিল ; ক্রমে বুজিয়ে কোথায় এনেছে ব্ৰহ্মা । মা তোমার কষ্ট শুনে আমার পেটে ভাত যায় না, চক্ষে নিদ্র। আইসে না, আর কিছুদিন চোক কান বুজে থাক—স্বর্গে নিয়ে যাচ্চি। তোমার জলে যত লোক স্নান ক’চ্ছে সকলেই হিন্দুস্থানী। বাঙ্গালীর গঙ্গামানে আসে না ? গঙ্গা । তারা কলের জলে বাসায় স্নান করে । বলে, গঙ্গাস্নানে সর্দি হবার সম্ভাবনা । ব্ৰহ্মা। হিন্দুস্থানী স্ত্রীলোকদিগের তোমার উপর বেশ ভক্তি দেখুচি । গঙ্গা । ওরা রোজ রোজ স্নান করতে আসে। ফিরে যাবার সময় হাত নেড়ে আবার কত স্তব পাঠ করে ।