পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q8b- দেবগণের মর্ত্যে আগমন জলে যাবে” বলিয়া নারায়ণ কয়েকটা থান খরিদ করিলেন। দেবরাজ প্রভৃতি কহিলেন, “ভাই! যদি ভাল হয়, আমাদের কিছু কিছু অংশ দিও।” এখান হইতে যাইয়া সকলে দেখেন—একটী ঔষধালয়ে অসংখ্য ঔষধের শিশি সাজান রহিয়াছে। দেবরাজ কহিলেন, “বরুণ ! এ ঔষধালয়টার নাম কি ?” বরুণ। ইহার নাম স্মিথ ষ্ট্যান্‌ষ্ট্ৰীটু কোম্পানীর ডাক্তারখানা। ইহারাও ব্যাথগেটু, স্কট টম্সন কোম্পানীর ন্তায় ঔষধ বিক্রয় করিয়া থাকেন। ইহঁদের দোকানে পাকা চুল কাল হইবার অতি উৎকৃষ্ট ঔষধ আছে। ইন্দ্র । ঠাকুরদাকে এক শিশি কিনে দিলে হয় না ? ব্ৰহ্মা। কি ? ইন্দ্র। পাকা চুল কাল হইবার ঔষধ। ব্ৰহ্মা। আমার আর চুল কাল ক’রে কি হবে ? যাবার সময় হয়েছে। তোদের তবু কতকটা কাচা বয়স–কিনে নিয়ে সাধ মেটা । নারায়ণ ও দেবরাজ বরুণের কানে কানে কহিলেন, “আমাদের দুই এক গাছি করিয়া চুল পাকিতে আরম্ভ হইয়াছে, অতএব এক শিশি কিনিয়া দেও।” বরুণ তৎশ্রবণে র্তাহাদিগকে লইয়া ভিতরে প্রবেশ করিলেন এবং দুই জনকে দুই শিশি খরিদ করিয়া দিলেন। পিতামহ তদৃষ্টে হাস্ত করিতে করিতে কহিলেন, “তোদের দেখছি বুড়ে বয়সেও সখ মেটে নাই।” এখান হহতে এক স্থানে যাইয়া বরুণ কহিলেন, “দেবরাজ ! সম্মুখের দোকানের দিকে চেয়ে দেখ ।” নারা। এ দোকানটি কাহার ? বরুণ। রডা কোম্পানীর দোকান। এই দোকানে বন্দুক, তরবার, কামান প্রভৃতি বিক্রয় হইয় থাকে। নারা । আমাকে ভাই একটা ডবল ব্যারেল বন্দুক খরিদ করিয়া দেও, স্বৰ্গে লইয়। গিয়া সকলকে দেখাইতে হইবে ।