কলিকাতা むむむ ইন্দ্র। সিপূসরকারের অত উপার্জন কিরূপে হয় ? বরুণ। সিপূসরকারদের উপার্জনের অনেক পথ আছে। প্রথমতঃ ইহারা জাহাজ চলিয়া যাইবার সময়ে কাপ্তেনের নিকট পুরস্কার পায় ; তদ্ভিন্ন তাহারা এই কাপ্তেনী আফিস হইতে মাসিক বেতন পাইয়া থাকে। তৎপরে প্রতিদিন কাপ্তেনকে কোন দ্রব্য কিনিয়া দিয়া, যথা—এক টাকার ছোলা কিনিয়া দিয়া—এই আফিসে আসিয়া পাচলিকার কিনিয়া দিয়াছি বলিয়া টাকা লয় । সেই পাচলিকার উপর আবার এই সমস্ত আফিসের বাবুরা মনে করিলে ১॥০ টাকায় বিল করিয়া টাকা আদায় করিতে পারেন। এই সময় কতকগুলি লোক আসিয়া দেবগণকে কহিল, “বাৰু, কোম্পানীর কাগজ কিনিবেন ?” তাহারা অস্বীকার করিলে সকলে প্রস্থান করিল। পিতামহ কহিলেন, “বরুণ ! এ লোকগুলি কে এবং সম্মুখের ও আফিসগুলি কি ? * বরুণ। উহার কোম্পানীর কাগজের দালাল। আর ঐ আফিসগুলি কোম্পানীর কাগজের দালালের আফিস । কলিকাতায় যত কোম্পানীর কাগজ থরিদ বিক্রয় হয়, এই সমস্ত আফিসেই হইয়া থাকে। দালালদিগের মধ্যে যাহার। সঙ্গতিশালী, তাহার। কেবল এই দালালির উপর নির্ভর করে না, সময়ে সময়ে যখন কাগজের বাজার সস্তা হয়, খরিদ করিয়া রাখিয়া মহার্য হইলে তাহা বিক্রয় করিয়া থাকে । নারা । বরুণ! এই বাজারটার নাম নুতন চীনেবাজার ব’ল্পে নয় ? বরুণ । ই ভাই ! এই বাজারটা কোম্পানীর বারিকের উত্তর । এই বাজারে অনেকগুলি বড় বড় দোকান আছে । ঐ সকল দোকানে বিবিদিগের পরিধেয় বস্ত্রাদি, র্কাচের গ্লাস ও অন্তান্ত দ্রব্যাদি বিক্রয় হইয়t থাকে । বাজারটা বৰ্দ্ধমানের মহারাজের । এই সময়ে একটি ১২১৩ বৎসর বয়স্ক বালক থালার উপর কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র দধিভাণ্ড লইয়া দেবগণের নিকট উপস্থিত হইল এবং কহিল,
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৫৭
অবয়ব