পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২২ দেবগণের মর্ত্যে আগমন বেঙ্গবাড়ীতে পৌরোহিত্য গ্রহণ করিয়াছে। সম্প্রতি যজমান কম্ভার অন্নপ্রাশন উপলক্ষে কলিকাতায় আসিয়াছে। এবার পুত্রকে সঙ্গে করিয়া আনিয়া যজমানদিগের সহিত পরিচয় করিয়া দিতেছে এবং কি উপায়ে বেণ্ডালয়ে ক্রিয়া কৰ্ম্ম করিতে হয় তদুপদেশ দিতেছে । ব্ৰহ্মা। ছ ! কলিতে যাহা কিছু ঘটবার সকলই ঘটিয়াছে আহা ! বুড়ে বামুন মরিবার বয়েস এখনও শমনের ভয় নাই ! মাথায় ত শিখাটখ} বেশ রেখেছে । উপ । কৰ্ত্ত জেঠা ! বলত ছুটে গিয়ে ওর শিখাটা ছিড়ে আনি । ইন্দ্র। পাছে বৃদ্ধ বয়সে হঠাৎ মৃত্যু হইলে পুত্র এই সমস্ত যজমান জানিতে না পারে এই আশঙ্কায় পরিচয় দিতে আনিয়াছে । এই সময় দেবগণ দেখেন—একটি বাড়ীর দরজা তালাবদ্ধ। বাটীর মধ্যে যেন দুই তিনটী স্ত্রীলোক বলাবলি করচে আমাদের মৃত্যুই ভাল, মনুষ্যজীবনের কোন সাধই আমাদের ভাগ্যে ঘটিল না। পিতা মাতা কুলীন দেখে বে দিলেন এর চেয়ে যদি জলে ফেলে দিতেন ভাল হত । আমাদের মুখ কি ? স্বামী পাবার যো নাই ; সমস্ত রাত্রি তিনি বেশুবাড়ী পড়ে আছেন । সন্তান সন্ততি নাই। সংসারের কাজ ? তাই বা কি কাজ—তারা যখন আসেন, কেঁচোয় চাল, হাতে মাচ ও তরকারী, বগলে শালপাতা। স্বাধীনতা আমাদের এমন, পাশ দোরে পর্য্যন্ত তালা দিয়েছে। যে মিন্সেরা নিজে খারাপ তারা পরিবারকেও খারাপ দেখে । নারা। বরুণ এ কি ? বরুণ । তিন ভ্রাতার তিন পরিবারে দুঃখের কথা কহিতেছে। এই তিন ভাই তিনটী বেণ্ডার সখের উপপতি । উহাদের বেঙ্গাকে কিছু দিতে হয় না; বরং বেণ্ডারা প্রত্যহ একটী করে সিদে দেয়। আর মাস মাস ২• ২৫ টাকা করিয়া মাসহার দেয়। তদ্ভিন্ন বেটাদের জুতা কাপড় যখন যাহা আবগুক, ঐ মাগীরা কিনে দেয়। বড়টাকে ৫০০ টাকা দিয়৷