পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা \లa R পড়িয়া একুল ওকুল হুকুল যায় । যাহারাও রীতিমত বাহির করেন, কি যে লেখেন মাথা মুণ্ড বোঝা যায় না। পত্রের চারি পৃষ্ঠা বিজ্ঞাপন পূর্ণ, প্রবন্ধাদির জন্ত অত্যন্ত্রমাত্র স্থান থাকে। আমাদের দেশের মাসিক পত্রগুলির অবস্থা আরও ভয়ঙ্কর । অনেকগুলি সম্পাদকের এরূপ বিদ্যা নাই যে, পত্রের লেখা ভাল মন্দ বিচার করিয়া পত্রস্থ করেন। অথচ সম্পাদকের পদ লইতেও ছাড়েন ন—লাভের মধ্যে থিয়েটারের টিকিট পান। আমাদিগের দেশীয় কৃতবিদ্য সম্প্রদায় যত দিন না এই গুরুভার হস্তে লইতেছেন, ততদিন কোন উপকার হইতেছে না । ভরসা করি সকলে এই কার্য্যে ব্ৰতী হইবেন । ১৮৮০ অব্দের জেল রিপোর্ট মহামান্ত কালান্তক বাহাদুর অনুগ্রহ করিয়া আমাদিগের এক এক কাপি জেল রিপোর্ট পাঠাইয়াছেন, তৎপাঠে অবগত হওয়া গেল—যমালয়ে প্রতি বৎসর কয়েদীর সংখ্যা বৃদ্ধি হইতেছে। ঐ কয়েদীদিগের মধ্যে জাতিচু্যত ও বাপ-ম-প্রহারকের সংখ্যা বেশী। মুখের বিষয়, চৌর্যঅপরাধীর সংখ্যার পূর্ব পূৰ্ব্ব বৎসর অপেক্ষ অনেক হ্রাস দেখা যাইতেছে। প্রতারকের সংখ্যা এ বৎসর অতিরিক্ত বৃদ্ধি হইয়াছে। এক্ষণে দেবগবর্ণমেণ্টের কৰ্ত্তব্য কি ? ইংরাজরাজ দিন দিন মর্ত্যে যেরূপ স্বাধিকার বিস্তার করিতেছেন, তাহাতে অনেকের মনে বিশ্বাস, সত্বরেই স্বৰ্গ রাজ্য ইংরাজরাজের করতলগত হইবে। আমাদিগেরও অনেক কারণে এ বিষয় যথার্থ বলিয়া বোধ হয়, কিন্তু বৃদ্ধ মন্ত্রী বৃহস্পতি এ বিষয় বিশ্বাস করেন না। ১৮ই জুলাই মহেন্দ্রভবনে যে পালামেণ্ট সভার অধিবেশন হয়, তাহাকে সচিবশ্রেষ্ঠ বৃহস্পতি বলিয়াছেন, কয়েকট কারণে ইংরাজদিগের প্রতি আমার আশঙ্ক হইতেছে না। প্রথমতঃ স্বর্গে আসিবার কোন রাস্ত ঘাট নাই। দ্বিতীয়তঃ স্বর্গের সন্নিকটে এত শীত যে, পানীয় জল পৰ্য্যন্ত জমিয়া যাইবে । আমর 8२